‘পার্সটুডেতে শ্রোতাদের গঠনমূলক চিঠিগুলো পড়ে খুব ভালো লাগে’
(last modified Tue, 25 Jan 2022 07:03:45 GMT )
জানুয়ারি ২৫, ২০২২ ১৩:০৩ Asia/Dhaka
  • ‘পার্সটুডেতে শ্রোতাদের গঠনমূলক চিঠিগুলো পড়ে খুব ভালো লাগে’

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুকে জানাই মাঘের হাড়কাঁপানো কনকনে শীতের শিশির ভেজা সকালের প্রীতি আর শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন।

আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ফেসবুক লাইভে নিয়মিত শুনছি। ফেসবুকে কমেন্ট, শেয়ার ও লাইক দিয়ে আসছি। বাংলাদেশ-ভারতের কয়েকজন শ্রোতার সাথে মাঝে মধ্যে মেসেঞ্জারের মাধ্যমে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করছি যা দু’দেশের শ্রোতাদের মাঝে মেলবন্ধন তৈরিতে সাহায্য করছে।

রেডিও তেহরান তার নিজস্ব অনলাইন সংস্করণ পার্সটুডেতে শ্রোতাদের গঠনমূলক মতামতসমৃদ্ধ চিঠিগুলো নিয়মিত প্রকাশ ও প্রচার করে শ্রোতাদেরকে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা ও চিঠিপত্র লিখার প্রতি প্রতিনিয়ত অধিক মনোযোগী ও আগ্রহী করে তুলছে। বাংলাদেশ ও ভারতের বেশ কিছু নিয়মিত শ্রোতার চিঠি নিয়মিত প্রকাশ করা হয়। চিঠিগুলো পড়ে খুব ভালো লাগে। এ চিঠির মাধ্যমে সব শ্রোতাকে অনুষ্ঠান শুনে মতামত লিখার আহ্বান জানাচ্ছি। যাতে করে নিয়মিত অনিয়মিত সকল শ্রেণির শ্রোতার মতামত পার্সটুডেতে স্থান পায় যা পড়ে আমাদের জ্ঞানের পরিধিকে আরও বৃদ্ধি করবে।

রেডিও তেহরানের বাংলা সংবাদ ও পত্রপত্রিকার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথা-বার্তা সংবাদপিয়াসু শ্রোতার নিকট খুব অত্যন্ত জনপ্রিয় ও বিশ্ব সম্পর্কে জানার খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে সংবাদ ও সাংবাদিক সিরাজুল ইসলামের সংবাদের বিশ্লেষণের মাধ্যমে সংবাদের আদ্যপ্রান্ত জানা সম্ভব হয়। জনাব সিরাজুল ইসলাম ভাইয়ের সংবাদ বিশ্লেষণ ও কলকাতার সাংবাদিক আব্দুল হাকিম ভাইয়ের  নিয়মিত পাঠানো প্রতিবেদন শুনতে খুব ভালো লাগে। সুন্দর বিশ্লেষণ ও নিয়মিত  বস্তুনিষ্ঠ প্রতিবেদনের সিরাজুল ইসলাম ভাই ও আব্দুল হাকিম ভাইকে ধন্যবাদ জানাই।

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো চিঠির যবনিকা টানলাম, খোদা হাফেজ।

 

ধন্যবাদান্তে,

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা

গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছীহাট,

উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ