'রেডিও তেহরানের অনুষ্ঠান শুনুন, নতুন জীবন গড়ুন'
https://parstoday.ir/bn/news/letter-i103256
সুজনেষু, আসসালামু আলাইকুম। আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম নেবেন। আশা করি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৬:৩৭ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের অনুষ্ঠান শুনুন, নতুন জীবন গড়ুন'

সুজনেষু, আসসালামু আলাইকুম। আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম নেবেন। আশা করি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন।

রেডিও তেহরান শ্রোতাদের কথা মাথায় রেখে সময়, চাহিদা ও বাস্তবতার নিরিখে অনুষ্ঠান পরিকল্পনা করে থাকেন। আমরা যাতে সুস্থ- সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, সেই লক্ষ্য রেখেই রেডিও তেহরানের বাংলা বিভাগ পাশ্চাত্যে জীবন ব্যবস্থা ধারাবাহিক অনুষ্ঠানটি শেষ করে 'নতুন জীবন' নামে আরও একটি গুরুত্বপূর্ণ নতুন ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে এবং ইতোমধ্যে দু'টি পর্ব শেষও হয়ে গেছে!

স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই সুস্থ-সুন্দর জীবন প্রত্যাশা করি। আর এই সুস্থ-সুন্দর জীবনের জন্য প্রয়োজন কিছু সুঅভ্যাস। সুন্দর জীবনের জন্য শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে সুস্থতা অতীব জরুরি। সুস্থতার জন্য প্রয়োজন শৃঙ্খলা। ব্যক্তি জীবনে শৃঙ্খলা থাকলে যেকোনো কাজই হয়ে উঠে আরও সুন্দর ও আকর্ষণীয়। এছাড়া নিজের কাজের ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। শৃঙ্খলা জোরদারে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন কিছু সুঅভ্যাস রপ্ত করা অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন ও যথাসময়ে কর্ম সম্পাদন করা।

পবিত্র ইসলাম ধর্মেও শৃঙ্খলা মেনে চলার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। আমিরুল মুমেনিন হযরত আলী (আ.) সবাইকে বলেছেন, "তাকওয়া অর্জন করবে এবং কাজের শৃঙ্খলা মেনে চলবে"।

ইসলাম ধর্মে সময়কে এতোটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে, স্বয়ং আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে সময়ের কসম করেছেন, যাতে কাউকেও বলতে না হয়, হায়! মহান আল্লাহর প্রতি আমার কর্তব্য আমি তো শৈথিল্য করেছি।

তাই তো আমাদের সুস্থ-সুন্দর জীবন নিশ্চিত করতে সবক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তি জীবনে শৃঙ্খলা থাকলে তা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাও নিশ্চিত করে। এর ফলে সব ধরণের উদ্বেগ-উৎকণ্ঠা থেকে দূরে থাকা যায়। শৃঙ্খলাপূর্ণ ও নিয়মানুবর্তী হওয়ার জন্য অনুশীলন জরুরি। এক লাফে এটা অর্জন করা সম্ভব নয়। পর্যায়ক্রমে সব কাজে শৃঙ্খলা আনার চেষ্টা চালাতে হবে। আমরা যদি জীবনে শৃঙ্খলা আনতে পারি, তাহলে অতি সহজেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবো ইনশাল্লাহ।

তাই আসুন আমরা কুঅভ্যাস ত্যাগ করে সুঅভ্যাস গড়ি এবং প্রতি শুক্রবার সান্ধ্য   অধিবেশনে রেডিও তেহরানের সম্প্রচারিত "নতুন জীবন" অনুষ্ঠান শুনে নতুন জীবন গড়ি।

 

শুভেচ্ছান্তে

মোখলেছুর রহমান,

মহাপরিচালক, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল

খাদিমপুর বাজার, জেলা: কুষ্টিয়া।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।