রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা 'আত্মশুদ্ধির মহোৎসব' সম্পর্কে অভিমত
https://parstoday.ir/bn/news/letter-i106180-রমজান_উপলক্ষে_নিয়মিত_পরিবেশনা_'আত্মশুদ্ধির_মহোৎসব'_সম্পর্কে_অভিমত
রেডিও তেহরানের বাংলা বিভাগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল কলাকুশলীসহ শ্রোতাদের জানাই পবিত্র রমজান মাসের জান্নাতি শুভেচ্ছা। আশা করি সকলেই কুশলেই আছেন এবং কামনাও তাই।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০৫, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka
  • রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা 'আত্মশুদ্ধির মহোৎসব' সম্পর্কে অভিমত

রেডিও তেহরানের বাংলা বিভাগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল কলাকুশলীসহ শ্রোতাদের জানাই পবিত্র রমজান মাসের জান্নাতি শুভেচ্ছা। আশা করি সকলেই কুশলেই আছেন এবং কামনাও তাই।

বছর ঘুরে আবারো শান্তির সওগাত নিয়ে আমাদের মাঝে হাজির হলো- রহমত, বরকত, মাগফিরাত আর আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস পবিত্র মাহে রমজান।

এই মাসেই আমাদের মহাগ্রন্থ পবিত্র কুরআন নাযিল হয়েছিল। তাই এই মাসটি এক অর্থে কুরআন নাজিলের মাস। বহুগুণে গুণান্বিত এই মাসটিই হলো ইবাদতের মাস। মুসলমান হিসেবে আমাদের উচিত এই পবিত্র মাসে ঈমানের বলে বলিয়ান হয়ে ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করা।

পবিত্র রমজান উপলক্ষে বরাবরের মতো এবারও রেডিও তেহরান বাংলা বিভাগ 'আত্মশুদ্ধির মহোৎসব' নামে মাসব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে যা আমাদের মনে বিশেষ স্থান দখল করেছে। কুরআন-হাদিসের আলোকে আমলের দিক দিয়ে পবিত্র এই মাসের গুরুত্ব, তাৎপর্য আর ফজিলত নিয়ে আলোকপাত আমাদের মনে ঈমানের নবায়ন ও আমলের মহোৎসব সৃষ্টিতে অসামান্য ভূমিকা রাখবে।

বিশেষ বিশেষ দিবস উপলক্ষ্যে রেডিও তেহরান ইসলামী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে ইসলামের চির সত্য সুন্দর বাণী পৌঁছে দিচ্ছে পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর তীর পর্যন্ত। রেডিও তেহরানের দাওয়াতের এই মিশন আর ভিশনে জান্নাতি পরিবেশ সৃষ্টি হোক প্রতিটি শ্রোতা পরিবারে- এই প্রত্যয় ব্যক্ত করে লেখার ইতি টানলাম। আল্লাহ হাফেজ।

 

প্রেরক,

শাহজালাল হাজারী

কুয়েত সিটি, কুয়েত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।