মে ২৫, ২০২২ ১৯:৪২ Asia/Dhaka
  • ইরান হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর ধ্রুবতারা: খন্দকার হাবিব

১৯৮৯ সালের ২৪শে জুলাই নৈশ্য অধিবেশনে কোরআন তেলাওয়াত ও বাংলায় তরজমা অনুষ্ঠানের মুগ্ধতায় অভিভুত হয়েই রেডিও তেহরান এর সঙ্গে আমার প্রথম সর্ম্পকের সূত্রপাত।বর্হিবিশ্ব প্রচার তরঙ্গের ১৬ টি বাংলা বিভাগের অনুষ্ঠান শ্রবণ ও মূল্যায়ন করে অনুষ্ঠান মালার বিভিন্ন দিক পর্যালোচনান্তে নি:সন্দেহে বলা যায় আইআরআইবি সত্যি ব্যতিক্রম এবং অন্যতম।

বিশ্ব সমাজের সার্বিক পরিস্থিতির সঙ্গে আমাদের সেতুবন্ধন রচনা করেছে আইআরআইবি। রেডিও তেহরানের বিভিন্ন বিষয় কেন্দ্রিক অনুষ্ঠান সূচি নানা শাখা প্রশাখাতে বিভক্ত যা শ্রোতাদের মন জয় করতে সক্ষম। রাষ্টীয়ভাবে আইআরআইবি ইসলামিক প্রজাতন্ত্র মুসলিম দেশের বেতার কেন্দ্র সত্ত্বেও সকল ধর্মের শ্রোতাদের প্রতি শ্রদ্ধাশীল ও ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেই সকল ধর্ম বিশ্বাসী শ্রোতাদের আস্থা অর্জনে সদা তৎপর। সেইসাথে তামাম দুনিয়ার ইসলাম ও মুসলমানদের কথা বলষ্ঠিভাবে প্রচার করে রেডিও তেহরান দৃঢ়তা ও ন্যায়ের ভূমিকায় অগ্রগামী পদচারণা অব্যাহত রেখেছে, মার্কিন নেতৃত্বে সামাজ্য বাদী শক্তির বিরুদ্ধে। ইরান হচ্ছে অন্ধকারচ্ছন্য পৃথিবীর ধ্রুবতারা, বিশ্বের অন্যান্য বেতারের কর্মীরা বড় বেশি যান্ত্রিক পক্ষান্তরে আইআরআইবি সংশ্লিষ্টদের আছে যথেষ্ট ঐকান্তিক আন্তরিকতা সহ পরম মমত্ববোধ। তাই শ্রোতাদের সহজেই কাছে টেনে নেয় রেডিও তেহরান। পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতি শনিবার প্রচারিত অনুষ্ঠান “পারমাণবিক শক্তির ব্যবহার/অপব্যবহার” অনেক অনেক অজানা তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান। প্রতি রবিবার “ইরান ঐতিহ্য” ও মঙ্গলবার “পাশ্চাতের ধর্ম চর্চার ইতিহাস”এর মাধ্যমে জেনেছি- পরাশক্তি সমূহ কখনো চায়না ইসলাম তার নিজস্ব চেতনা নিয়ে থাকুক। তারা চিন্তা করে দেখেছে যদি ইসলামি বিশ্ব এক হয়ে ইসলামের পতাকাতলে সামিল হয় তাহলে তাদের শয়তানি কার্যকলাপ বন্ধ হয়ে তাদের জীবন দুর্বিসহ হয়ে পড়বে।  

ইরানের মুসলিম জাতির বিজয় যেকোন নিপীড়িত জাতির সামনে নি:সন্দেহে একটি বড় উদাহরণ। বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলের জাতি সমুহের কাছে ইরান আদর্শ মডেল। ইরান দেখিয়ে দিয়েছে একটি জাতি কিভাবে ইসলামের বৈপ্লবিক চিন্তা দ্বারা পরা শক্তিকে পরাস্ত করেছে। ইমাম খোমেইনী(র) শুধু ইরানি জাতিকেই ঝাকুনী দিয়ে জাগিয়ে দেননি, গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত মানুষের হৃদয়ে নতুন করে নব জাগরণ জাগিয়েছেন। বিংশ শতাব্দির শেষ প্রান্তে এসে পৃথীবির দেশে দেশে মুসলমানদের গণজাগরণ জাগিয়েছে।শ্রোতাদের সময়ের আর্বতে কালের পরিক্রমায় অনুষ্ঠান সূচীতে রদবদল হয়ে শ্রোতানন্দিত “চিঠি পত্রের আসর প্রিয়জন” অনুষ্ঠানটি শ্রোতাদের পরম কাঙ্খিত প্রতিক্ষার প্রহার পেরিয়ে সমালোচনা, মতামত, প্রস্তাব, পরামর্শ সহ সাপ্তাহিক পরিক্রমার শুরুতেই চমৎকার হাদিস নিয়ে হাজির হয় উপস্থাপক গণ। প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রোতাদের মধ্যে গড়ে উঠেছে সৌহার্দ্য, সম্প্রীতি ও মৈত্রীর সেতুবন্ধন।

বিশ্ব সংবাদে আছে বস্তুনিষ্ঠ তরতাজা তামাম দুনিয়ার হালচাল, যে সংবাদে নেই কোন উস্কানী মূলক প্ররোচনা, নেই কোন পক্ষপাত দুষ্টতা। অথচ মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ইরান যে সাহসী ও বলিষ্ট ভূমিকা অব্যাহত রেখেছে তা প্রশংসার দাবীদার।  পার্শ্চত্য সরকার গুলো ইসরাইলের বর্ণবাদী ও সন্ত্রাসী কর্মকান্ডকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করলেও ফিলিস্তিনিদের মাতৃভূমি ও আত্মরক্ষার সংগ্রামকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে প্রচার করছে।

সর্বোপরী বলতে হয় রাজনৈতিক সামাজিক ও আন্তজাতিক প্রেক্ষাপটের ভিত্তিতে প্রনয়ন কৃত বিশেষ অনুষ্ঠান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে তথ্য ও তত্ব্য সরবরাহে যথেষ্ট ভূমিকা রেখেছে অনিস্বীকার্য। যে বেতার কেন্দ্রের অনুষ্ঠানে নেই পক্ষপাত দুষ্ট অভিমাত, আছে শিক্ষা প্রসারের ধারণা, সমাজের প্রত্যেক স্তরের কল্যাণ চিন্তা ও আদর্শ পথের নির্দেশনা তার নাম হলো আইআরআইবি।

রেডিও তেহরান বাংলা বিভাগের উপস্থাপক/  উপস্থাপিকা গণ যথার্থই উপলব্ধি করেন অনুষ্ঠানের জন্য শ্রোতারা নন শ্রোতাদের জন্য অনুষ্ঠান। ধন্যবাদসহ-

খন্দকার এইচ আর হাবিব

প্রতিষ্ঠাতা পরিচালক মৌলভীর ডাঙ্গা বিশ্ব বেতার শ্রোতা সংঘ

মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল, মধ্যপাড়া, দিনাজপুর, বাংলাদেশ।

পেশা:সরকারি চাকুরীজীবি(প্রধান শিক্ষক)।

মোবাইল: ০১৭১২৫০৮৯৯৫

ই-মেইল: [email protected]

 

ট্যাগ