মে ২৯, ২০২২ ১৮:১৪ Asia/Dhaka
  • রেডিও তেহরানই একমাত্র বিশ্বের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে: এম.এ. রাজ্জাক

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে রেডিও তেহরানের পথচলা দেখতে দেখতে ৪০ বছর বর্ষপুর্তিতে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এই পথচলা চল্লিশ অতিক্রম করে যেন আগামী শতাব্দি পর্যন্ত অব্যাহত থাকে সেই প্রত্যাশা আমার। রেডিও তেহরানের সাথে আমার পরিচয় দীর্ঘ ২০ বছর আগে থেকে। যেদিন থেকে লেখা শুরু করলাম তার কিছু দিনের মধ্যেই ইরান থেকে শুভেচ্ছা চিঠি আর বিভিন্ন স্টিকার ম্যাগাজিন পেয়েছিলাম। সেদিনের অনুভূতি ছিল অন্যরকম। আনন্দের উল্লাসে যেন  দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে আমার পথচলা। রেডিও তেহরানের কাছ থেকে পাওয়া চিঠি ছিল আমার জীবনের প্রথম DX-ing চিঠি। ইসলামী প্রজাতন্ত্র রেডিও তেহরান একমাত্র বিশ্বের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।

রেডিও তেহরান থেকে পূর্বে আমার ঠিকানায় মহা পবিত্র আল কোরআন পাঠিয়েছিলেন যা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আমি এখনো নিয়মিত মহা পবিত্র কোরআন শরীফ পাঠ করে থাকি। এছাড়াও আমার পরিবারের সবাই পাঠ করেন। এটা পেয়ে আমি আজও মহাখুশি। রেডিও তেহরানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। রেডিও তেহরান সামনের দিকে এগিয়ে চলুক সবার ভালোবাসা নিয়ে।

এই বিশেষ দিনে রেডিও তেহরানের সকল কর্মকর্তা, শ্রোতাবন্ধুদের শুভেচ্ছা জানাই। রেডিও তেহেরান বাংলা বিভাগের দীর্ঘ আয়ু কামনা করি। রেডিও তেহরান বাংলা বিভাগ হাজার বছর বেঁচে থাকুক। শুভকামনায়-

এম আব্দুর রাজ্জাক,
প্রেসিডেন্ট,
সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব,
নিমাই দিঘি
পোস্ট: ছাতিয়ানগ্রাম-৫৯৪২
উপজেলা:আদমদীঘি
জেলা: বগুড়া
বাংলাদেশ
মোবাইল নম্বর:+88 01727637954
ইমেইলঃ [email protected]

ট্যাগ