নতুন ধারাবাহিক ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’ : শ্রোতাদের প্রত্যাশার বাস্তবায়ন
(last modified Fri, 08 Jul 2022 07:43:28 GMT )
জুলাই ০৮, ২০২২ ১৩:৪৩ Asia/Dhaka
  • নতুন ধারাবাহিক ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’ : শ্রোতাদের প্রত্যাশার বাস্তবায়ন

মহোদয়, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ব্যস্ততার যাঁতাকলে বন্দী জীবন যাপন করছি। ফলে বেশ বিরতি দিয়ে চিঠি লিখছি। তবে অনুষ্ঠান শোনার সংস্পর্শ থেকে বঞ্চিত হইনি। নিয়মিত কোনো না কোনো মাধ্যম থেকে অনুষ্ঠান শুনে নিই। রিসিপশন রিপোর্ট নিয়মিত পাঠানোর চেষ্টা করছি। মাঝে মাঝে ই-কিউএসএল কার্ড পেয়ে আপ্লুত হচ্ছি।

অনেক আগে থেকে শ্রোতাদের আবেদন ছিল বিজ্ঞানবিষয়ক একটা অনুষ্ঠানের। অনেকদিন পরে হলেও সেটা বাস্তবায়িত হয়েছে গত তেসরা জুলাই তারিখে। ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’ শীর্ষক নতুন ধারাবাহিক শুরু করায় রেডিও তেহরান কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

জ্ঞান বিজ্ঞানে ইরানের অবদান-এর সুস্পষ্ট ধারণা পেতে হলে আমাদেরকে যেতে হবে সোনালী অতীতে। ইরান তখন সাহিত্য বিজ্ঞান ও প্রযুক্তিতে দারুণ এগিয়ে  ছিল। এ প্রসঙ্গে সাহিত্যিক রুদাকির নাম উল্লেখযোগ্য। প্রাচীন তথা প্রাথমিক যুগে ইরানকে জ্ঞান-বিজ্ঞানের সূতিকাগারও বলা হত। আল খারিজমীকে বীজগণিতের জনক বলা হয়। তাঁর রচিত গ্রন্থ আল জাবের আল মুকাবালা যা থেকে বীজগণিত-এর উৎপত্তি। গণিতের শিক্ষক হিসাবে এই আলোচনা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে।  চিকিৎসাশাস্ত্র ও গবেষণায় জান্দি শাপুর বিশ্ববিদ্যালয় ও হাসপাতালটি সমাদৃত ছিল। এখানে ভারতীয় ও গ্রীসরাও শিক্ষা গ্রহণ করতে আসতেন যা ছিল ইরানিদের জন্য গর্বের বিষয়। চক্ষু চিকিৎসার পথপ্রদর্শক হিসেবে মোহাম্মদ জাকারিয়া রাজির নাম সবাই জানে যিনি আবিস্কার করেন রেটিনার ১০টি লেয়ার আছে। তাঁর জন্মস্থান কিন্তু ইরানে।

ইরানের জ্ঞান-বিজ্ঞানের ইতিহাস জানতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। ইরান সম্পর্কে মনের আনাচে-কানাচে ভিড় করা প্রশ্নগুলো উত্তর হয়তো এবার পেয়ে যাব। এছাড়া ইরানের নৈসর্গিক দৃশ্যাবলীর ভিডিও চিত্র আশরাফ ভাই মারফত দেখতে পাচ্ছি। ইরান না গিয়েও ইরান ভ্রমণ। দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি। আজ আর নয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করার আগে বলব- রেডিও শুনুন।

 

ধন্যবাদান্তে

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘ 

মহেশপুর-৭৩৪০, ঝিনাইদহ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

ট্যাগ