‘নতুন-পুরোনো শ্রোতাদের চিঠি-মেইলের সমাহারে এক অনবদ্য অনুষ্ঠান প্রিয়জন’
https://parstoday.ir/bn/news/letter-i111208-নতুন_পুরোনো_শ্রোতাদের_চিঠি_মেইলের_সমাহারে_এক_অনবদ্য_অনুষ্ঠান_প্রিয়জন’
সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ’র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের জন্যে রইল লিলি ফুলের একরাশ শুভেচ্ছা। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২৯, ২০২২ ১০:৫০ Asia/Dhaka
  • ‘নতুন-পুরোনো শ্রোতাদের চিঠি-মেইলের সমাহারে এক অনবদ্য অনুষ্ঠান প্রিয়জন’

সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ’র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের জন্যে রইল লিলি ফুলের একরাশ শুভেচ্ছা। 

গত ২৫ শে জুলাই, ২০২২ সোমবারের সাপ্তাহিক পরিবেশনায় আরও একটি জমজমাট ‘প্রিয়জন আসর’ উপহার পেলাম। নতুন পুরোনো শ্রোতাদের চিঠি, মেইলের সমাহারে এক অনবদ্য অনুষ্ঠানে যথারীতি আশরাফুর রহমান ভাই, গাজী আব্দুর রশিদ ভাই ও আক্তার জাহান আপার উপস্থিতি আসরটিকে এক আলাদা মাত্রা যোগ করেছিল। 

অনুষ্ঠানের শুরুতে মূল্যবান হাদীস শোনানো আশরাফুর রহমান ভাই-এর এক পুরোনো রীতি। এর মাধ্যমে আমরাও নতুন নতুন হাদিসের বাণী শুনতে পাই এবং জীবনে চলার দিশা খুঁজে পাই। এর পর সুন্দর সুন্দর মতামত, প্রস্তাব ও অনুষ্ঠানের বিবরণীসহ মেইল চিঠির ঝাঁপি খোলা হয়। এ সকল লেখা থেকে নতুন নতুন শ্রোতা বন্ধুদের সাথে যেমন পরিচয় ঘটে; তেমনই পুরোনো শ্রোতা বন্ধুদেরও আবার নতুন করে ফিরে পায়।

এরকমই একজন বয়োজ্যেষ্ঠ শ্রোতা ভাইকে ওই দিনের আসরে পেয়েছিলাম; বাংলাদেশের খুলনার মুনির আহমেদ সাহেব। তাঁর সুন্দর সাক্ষাৎকার শুনে কী যে ভালো লাগল- তা লিখে বোঝাতে পারব না। আসলে মুনির আহমেদ রেডিও শ্রোতাদের মধ্যে অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং পরিচিত একজন নাম। রেডিও শোনার শখের জগতের একজন দিকপাল বলা যেতে পারে। দীর্ঘদিন থেকে তিনি বিশ্বের বিভিন্ন দেশের বেতারের শ্রোতা। 

এদিনের সাক্ষাৎকারে এটা জেনে ভীষণ ভালো লাগল যে, তিনি এখন নতুন করে আবারও রেডিও তেহরান শোনা শুরু করেছেন। আর তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন আমার এবং বাংলাদেশের আরও একজন সুপরিচিত শ্রোতা ভাই নজরুল ইসলামের উৎসাহের কথা। আমাদের মাধ্যমে তিনি আবারও রেডিও তেহরানের প্রিয়জন পরিবারে যুক্ত হয়েছেন; রেডিও শোনা শুরু করেছেন- এটা আমার জন্যে একটা বিরাট বড় প্রাপ্তি।মুনির সাহেবের দীর্ঘায়ু জীবন কামনা করি আর শুভ কামনা জানাই।

সব মিলিয়ে ওই দিনের জমজমাট প্রিয়জন আসরটি মেইল, চিঠি, সাক্ষাৎকার, আবৃত্তি- এসবের সমাহারে পরিপূর্ণ ছিল। আপনারা সবাই ভালো ও সুস্থ্য থাকুন এই কামনায়-

 

এস এম নাজিম উদ্দিন
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।