‘১২ সেপ্টেম্বরের প্রিয়জন অনুষ্ঠানটি ছিল চমৎকারিত্বে ভরপুর’
https://parstoday.ir/bn/news/letter-i113306-১২_সেপ্টেম্বরের_প্রিয়জন_অনুষ্ঠানটি_ছিল_চমৎকারিত্বে_ভরপুর’
মহোদয়, বাংলার প্রকৃতি এখন মেঘ বৃষ্টি ও বিদ্যুৎ-এর লুকোচুরি খেলায় মত্ত। আমি নিয়মিতভাবে লেখার মানদণ্ডে জয়ী হয়ে জুলাই' ২০২২-এর শ্রেষ্ঠ শ্রোতা হবার গৌরব অর্জন করেছি। এজন্য রেডিও তেহরানকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। সময়াভাবে বেশ ক'দিন চিঠি লেখা থেকে দূরে আছি। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৩:৪২ Asia/Dhaka
  • ‘১২ সেপ্টেম্বরের প্রিয়জন অনুষ্ঠানটি ছিল চমৎকারিত্বে ভরপুর’

মহোদয়, বাংলার প্রকৃতি এখন মেঘ বৃষ্টি ও বিদ্যুৎ-এর লুকোচুরি খেলায় মত্ত। আমি নিয়মিতভাবে লেখার মানদণ্ডে জয়ী হয়ে জুলাই' ২০২২-এর শ্রেষ্ঠ শ্রোতা হবার গৌরব অর্জন করেছি। এজন্য রেডিও তেহরানকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। সময়াভাবে বেশ ক'দিন চিঠি লেখা থেকে দূরে আছি। 

গত ২৯-০৮-২০২২-এর প্রিয়জন আমাকে দারুণভাবে আন্দোলিত করেছে। কারণ ঐদিন ছিল আমার পাঠানো এক অডিও বার্তা যা প্রিয়জন অনুষ্ঠানে বাজানো হয়েছিল। এজন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। ১২-০৯-২০২২-এর প্রিয়জন ছিল আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত। প্রতি প্রিয়জনের মত এবারও পাঁচ মিশালী অনুষ্ঠানমালা নিয়ে মন্তব্য সম্বলিত লেখা পঠিত হয়েছে। উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ, আক্তার জাহান ও আশরাফুর রহমান। প্রতি আসরের মত একটা বাণী দিয়ে অনুষ্ঠান শুরু হলো। মুসা কাজিম (আ.)-এর উদ্ধৃতি দিয়ে বলা হলো নামাজ, হিংসা দাম্ভিকতা, স্বেচ্ছাচার, অহংকার পরিহার সম্পর্কে। মূল্যবান বাণী সম্পর্কে আমিও একমত। 

আসরের প্রথম চিঠিটি ছিল রাসেল শিকদারের। তিনি চিঠিতে রংধনু ও জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য পাঠিয়েছেন। একই অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন ভারতের বিধান চন্দ্র দা। ধন্যবাদ দুজনকে। 

এরপরের চিঠি ছিল মাহমুদ শুকুর ভাইয়ের, উনি পশ্চিমা গণমাধ্যম ও রেডিও তেহরান নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন যা ছিল গঠনমূলক। ভারতের মনীষা রায়ের চিঠির বিষয়বস্তু ছিল সুখের নীড় সম্পর্কে। ‘নারী’ কবিতা আবৃত্তি ওনার অনুরোধে শোনানো হয়েছিল সবশেষে। ধন্যবাদ আবৃত্তিকার সীমা ইসলামকে। 

শাহাদাৎ স্যারের চিঠি ছিল স্বাস্থ্যকথা অনুষ্ঠান নিয়ে। সুন্দর বিষয়বস্তু। পরের চিঠি ছিল আ. হাকিম ভাইয়ের। উনি রেডিও তেহরানের প্রতিযোগিতা ও পুরস্কার নিয়ে বিশ্লেষণাত্মক মন্তব্য করেছেন। ওনার এক প্রশ্নের জবাবে জানানো হলো রেডিও তেহরান থেকে ২৫টি ভাষায় ৬০ ঘণ্টায় অনুষ্ঠান প্রচার হয়। 

পরের চিঠি ছিল প্রদীপ রায়ের। উনি সরাসরি ঠিকানায় পাঠিয়েছেন। তারপর ছিল মনিটর নাজিম ভাইয়ের অডিও বার্তা। ওনার বক্তব্য হলো- সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আহ্বান শ্রোতা সমাবেশে উনি রেডিও তেহরান-এর ব্যাপক প্রচারণা চালিয়েছেন। রেডিও তেহরান সম্পর্কে শ্রোতাদের বক্তব্য তুলে ধরেছেন। গঠনমূলক বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। 

পরের মেইলটি ফরিদপুরের গোলাম সরোয়ার ভাইয়ের। উনি প্রিয়জন সম্পর্কে অভিব্যক্তি ব্যক্ত করেছেন। সবশেষ চিঠি আলামীন শেখ-এর। উনি বিভিন্ন অনুষ্ঠান ভালো লাগার কথা লিখেছেন। পরিশেষে রিসিপশন রিপোর্ট পাঠানো শ্রোতাদের নাম। এতে ছিলেন আনন্দ দা, নাজিম ভাই, আমি, রাসেল শিকদার, জাওয়াদ সাবের। অনুষ্ঠান শেষ হলো "নারী" কবিতা আবৃত্তির মধ্য দিয়ে।

ঐদিনকার প্রিয়জন ছিল চমৎকারিত্বে ভরপুর। যে ধরনের তথ্যের পসরা সাজানো হয়েছিল তা আমাকে আপ্লুত করেছে। ধন্যবাদ দিয়ে আজকের লেখা এখানেই শেষ করছি। 

 

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন এন্ড লাকী শ্রোতা সংঘ 
মহেশপুর-৭৩৪০, ঝিনাইদহ , বাংলাদেশ
 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।