প্রিয়জন আসরে শোনানো হাদীসগুলো অতি মূল্যবান জীবন দর্শন
https://parstoday.ir/bn/news/letter-i113494-প্রিয়জন_আসরে_শোনানো_হাদীসগুলো_অতি_মূল্যবান_জীবন_দর্শন
সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ’র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। গত ২৯ শে আগস্ট, ২০২২ সোমবারের সাপ্তাহিক পরিবেশনায় আরও একটি জমজমাট ‘প্রিয়জন’র আসর উপহার পেলাম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৯:০০ Asia/Dhaka
  • প্রিয়জন আসরে শোনানো হাদীসগুলো অতি মূল্যবান জীবন দর্শন

সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ’র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। গত ২৯ শে আগস্ট, ২০২২ সোমবারের সাপ্তাহিক পরিবেশনায় আরও একটি জমজমাট ‘প্রিয়জন’র আসর উপহার পেলাম।

নতুন পুরোনো শ্রোতাদের চিঠি, মেইল-এর সমাহারে এক অনবদ্য অনুষ্ঠানে যথারীতি আশরাফুর রহমান ভাই, নাসির মাহমুদ ভাই ও আকতার জাহান আপার উপস্থিতিতে এক অনবদ্য অনুষ্ঠান উপভোগ করলাম।

অনুষ্ঠানের শুরুতে মূল্যবান হাদীস শোনানো আশরাফুর রহমান ভাই-এর এক পুরোনো রীতি। এর মাধ্যমে আমরাও নতুন নতুন হাদিসের বাণী শুনতে পাই এবং জীবনে চলার দিশা খুঁজে পাই। আজকের আসরের হাদীস অতি মূল্যবান একটি জীবন দর্শন-

আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেছেন, "যে ব্যক্তি দুনিয়ায় তার যতটুকুতে চলে তা নিয়ে সন্তুষ্ট থাকে, তার জন্য ঐ জিনিসের সামান্যতম যা থাকে তা-ই যথেষ্ট হয়। আর যে ব্যক্তি তার যতটুকুতে চলে তাতে সন্তুষ্ট থাকে না তার জন্য দুনিয়ায় এমন কিছু নেই যে, তা যথেষ্ট হবে।"

আমাদের জীবনে চলার পথে এ হাদিসের মর্মার্থ ও দিক নির্দেশনা পাথেয় স্বরূপ। না পাওয়ার বেদনা ও জাগতিক প্রত্যাশা মানুষকে নেশায় বুঁদ করে তোলে; যার বিপরীতে স্বল্প প্রাপ্তির শুকরিয়া ও আল্লাহ ভীরুতার দর্শন এক অনন্য প্রশান্তি দান করে।

আজকের অনুষ্ঠানে নতুন পুরোনো শ্রোতাদের সুন্দর সুন্দর মতামত, প্রস্তাব ও অনুষ্ঠানের বিবরণীসহ মেইল, চিঠি পড়ে শোনানো হল। এ সকল লেখা থেকে সপ্তাহ ব্যাপী রেডিও তেহরানের নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের বিষয়ে ওয়াকিবহাল থাকা যায়।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অঙ্গ শ্রোতাদের সাক্ষাৎকার। এসব সাক্ষাৎকার থেকে, নতুন পুরোনো শ্রোতা বন্ধুদের সাথে যেমন পরিচয় ঘটে; তেমনই তাদের কথাও শুনতে পাই।

আজকের অনুষ্ঠানে তেমনই একজন নিয়মিত পুরোনো শ্রোতা নজরুল ইসলাম ভাইয়ের অনুভূতি জানতে পারলাম। নজরুল ইসলাম ভাইকে অভিনন্দন জানাই জুলাই মাসের শ্রেষ্ঠ শ্রোতা বিজয়ী হওয়ার জন্যে।

অনুষ্ঠানের শেষ প্রান্তে কবি জসিম উদ্দিনের লেখা ‘প্রতিদান’ কবিতাটি আবৃত্তি করে শোনালেন জনপ্রিয় বাচিকশিল্পী শিমুল মুস্তফা। ভরাট গলায় সুন্দর উপস্থাপনা ও চমৎকার বাচনভঙ্গি আবৃত্তিটিকে এক নতুন মাত্রা যোগ করে। সব মিলিয়ে জমজমাট আরো একটি প্রিয়জন উপহার পেলাম, ধন্যবাদ।

প্রস্তাব: ইরানের বিশেষ কোন দিন পড়লে বা বিশেষ কোন অনুষ্ঠান থাকলে আমাদের অতি প্রিয় "প্রিয়জন" অনুষ্ঠানটি বাদ পড়ে যায়। এখন থেকে অন্য যেকোন সাপ্তাহিক অনুষ্ঠান বাদ প্রিয়জন অনুষ্ঠান শোনার ব্যবস্থা অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।

আপনারা সবাই ভালো ও সুস্থ্য থাকুন এই কামনায়-

 

এস এম নাজিম উদ্দিন

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।