'রেডিও তেহরান আমার অন্তরকে দিয়ে চলেছে চির প্রশান্তি'
(last modified Mon, 19 Dec 2022 12:44:35 GMT )
ডিসেম্বর ১৯, ২০২২ ১৮:৪৪ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান আমার অন্তরকে দিয়ে চলেছে চির প্রশান্তি'

সুপ্রিয় মহাশয়, একথা না বললে সত্যের অপলাপ হবে যে, রেডিও  তেহরানের বাংলা অনুষ্ঠান দিগ্বিজয়ী মধ্যাহ্নের সূর্যের মতো প্রখর, প্রভাতের  সূর্যের মতো স্নিগ্ধ ও নির্মল। আমার শয়নে বসনে চিন্তনে, মননে তুমি জাগ্রত, সুমহান আল্লাহর ইচ্ছায় মহিমান্বিত। প্রিয়জনে শ্রোতা সাধারণের নানা বিষয়ে আলোকিত লেখাগুলো যেন শত সহস্র ফুলঝুড়ি। ৫ ডিসেম্বরের  প্রিয়জনে সকলের সাথে আমার একটি ইমেলের উত্তর দেওয়ায় আমি  কৃতজ্ঞ।

আপনাদের প্রচারিত সংবাদভিত্তিক পরিবেশনাগুলো বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা এককথায় অনবদ্য।

জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদানে গিয়াসউদ্দিন জামশেদ কাশানির জীবনের বিজ্ঞান চর্চা তখনকার সময়ে শুধু নয়, এখনো বিশেষভাবে  সমাদৃত।

ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস সম্বন্ধে শুনে 'মহান আল্লাহর ইচ্ছা থাকলে যে  যেকোনো কাজ করা যায়' তা বোধগম্য হলো।

'সুখের নীড়' অনুষ্ঠানে ইসলামী পরিবার কী ও কেন তার মর্মকথা জেনে  ভালো লাগল। ভালো লেগেছে দর্পন অনুষ্ঠানটিও।

গল্প ও প্রবাদের গল্প শুনে অনেক নীতিকথা জানা যায়।

স্বাস্থ্যকথা থেকে দারুণভাবে উপকৃত  হচ্ছি। ভিটামিন ডি মানবদেহে যে  কত উপযোগী ও এর অভাবজনিত অসুখ এবং কী করণীয় তা জেনে  উপকৃত হলাম।

কুরআনের আলো ভিন্ন স্বাদের লাগে।

রংধনু শুধু ছোটদের জন্যই নয়, আমরা বড়রাও আনন্দ পাই। ছোটদের  প্রতি কী রকম ব্যবহার করব তাও জানতে বুঝতে  পারি!

সুন্দর জীবন জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার এক শিক্ষকের মতোই  শিক্ষা দেয়।

সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন বৈচিত্র্যময় ও আন্তরিকতাপূর্ণ।

পরিশেষে বলি- রেডিও তেহরান বাংলা আমার অন্তরকে দিয়ে চলেছে চির প্রশান্তি।

 

নমস্কারান্তে

 

দেবাশীষ গোপ

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর,

পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ