জানুয়ারি ১২, ২০২৩ ১১:০৭ Asia/Dhaka
  • 'বন্ধুত্ব নিয়ে রংধনুর বিশেষ অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর ও শিক্ষণীয়'

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং সেইসাথে ওয়েবসাইট সময় ও সুবিধামতো দেখছি। 

৫ জানুয়ারি বৃহস্পতিবার পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলা তর্জমার পর বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর এবং পত্রপত্রিকার পাতা কথাবার্তা অনুষ্ঠান নিয়ে সাজানো পুরো পরিবেশনা শুনলাম এবং প্রতিটা পরিবেশনা দারুণভাবে উপভোগ করেছি।

এবার রংধনু আসর নিয়ে আমার সংক্ষিপ্ত মতামত আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।

মাননীয় আশরাফুর রহমান ভায়ের চমৎকার গ্রন্থনা ও প্রযোজনায় এবং আক্তার জাহান আপা এবং গাজী অবদুর রশিদ সাহেবের সুন্দর ও চমৎকার পরিবেশনায় বন্ধুত্ব নিয়ে রংধনুর বিশেষ আসরটি দারুণভাবে উপভোগ করলাম।

ইসলামের দৃষ্টিতে বন্ধুর মর্যাদা অনেক উপরে। অনুষ্ঠানের শুরুতে কার সাথে বন্ধুত্ব করা উচিত সে সম্পর্কে ইসলামী দৃষ্টিতে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। নবী করিম (সা.) এবং তাঁর বংশের মহান ইমামগণ, আমিরুল মুমেনিন হযরত আলী (আ.), ইমাম গাযযালী (রহ.), ইরানের বিখ্যাত মনীষী শেখ সাদী (রহ.) বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যে কথাগুলি বলেছেন চিরকালীন এবং তা আমাদের মেনে চলতেই হবে। বন্ধু নির্বাচন করার ব্যাপারে মূল্যবান কিছু দিক নির্দেশনা ও প্রয়োজনীয়তা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা খুবই সুন্দর ছিল। আমাদের চিন্তাভাবনা করে যথাযথ বিচার বিশ্লেষণ করে বন্ধু নির্বাচন করতে হবে, তবেই বন্ধুত্ব বজায় থাকবে এবং আমাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গভীর হবে। 

সবাইকে বন্ধু নির্বাচন করা যাবে না, বরং তিনটি গুণ দেখে বন্ধু নির্বাচন করা উচিত। গুণ তিনটি হল- ১. বন্ধুকে হতে হবে জ্ঞানী ও বিচক্ষণ ২. বন্ধুর চরিত্র হতে হবে সুন্দর ও মাধুর্যময় এবং ৩. বন্ধুকে হতে হবে নেককার ও পুণ্যবান।' জ্ঞানী, সৎ, ন্যায়পরায়ণ, ত্যাগী, নিঃস্বার্থ, চরিত্রবান, সহজ-সরল ইত্যাদি গুণাবলি দেখে বন্ধু নির্বাচন করলে আশা করা যায় সে উত্তম বন্ধু হতে পারে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা শুনলাম তা আমাদের জীবনে অনেক কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস।

এরপর বন্ধুত্ব নিয়ে সুন্দর একটি গান শুনলাম "বন্ধু ও বন্ধুরে তোরে নিয়ে বেহেশতে এক সাথে থাকতে চাই" শিরোনামে। যে গানের গীতিকার ও সুরকার আবুল আলা মাসুম। আর গেয়েছে শিশুশিল্পী জাহিন ইকবাল ও সামিন হাসান। দুই বন্ধুর মনের আকাঙ্ক্ষা নিয়ে গানটি খুবই চমৎকার ছিল। তারপর ইমাম জয়নুল আবেদীন (আ.) এবং ইমাম জাফর সাদেক (আ.) যে শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন সে সমন্ধেও সুন্দর ধারণা পেলাম। তারপর হযরত ইমাম জাফর সাদেক (আ.)-এর বন্ধু হিসাবে খ্যাত ও পরিচিত বন্ধুর সাথে একদিন কিভাবে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সেই ঘটনা শুনলাম। বিষয়টি খুবই শিক্ষণীয় ছিল। 

আসরের সর্বশেষ পরিবেশনা ছিল "বন্ধু চলো বদলে যাবো" শিরোনামে শিক্ষামূলক গান। গানটি লিখেছেন সুমাইয়া আক্তার, সুরকার এনামুল হক। গানটি সুন্দরভাবে গেয়েছে শিশুশিল্পী জাহিন ইকবাল ও দিগন্ত। সব মিলিয়ে অসাধারণ ছিল ওইদিনের রংধনুর আসর। 

জনাব আশরাফুর রহমান সাহেবের অপূর্ব গ্রন্থনা, প্রযোজনা ও বিন্যাস এবং আক্তার জাহান আপা ও গাজী আব্দুর রশিদ সাহেবের মনোমুগ্ধকর পরিবেশনায় আকর্ষণীয় ও শিক্ষণীয় রংধনু উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আজকের মতো এ পত্রে বিদায়। কোনো ভুল হয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কথা হবে আগামী পত্রে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।
 

মহ:  হাফিজুর  রহমান

চুপী মিলন সংঘ

গ্রাম ও পোষ্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

ট্যাগ