'প্রিয়জন আসরটি শ্রোতাদের জন্য অক্সিজেনের এক ফ্যাক্টরির মতো'
https://parstoday.ir/bn/news/letter-i120544-'প্রিয়জন_আসরটি_শ্রোতাদের_জন্য_অক্সিজেনের_এক_ফ্যাক্টরির_মতো'
আসসালামু আলাইকুম। তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদেরকে আসছে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ইথারের বন্ধু হয়ে রেডিও তেহরানের সাথে নিয়মিতই যুক্ত আছি সেই নব্বই দশকের পর থেকেই। মাঝ পথে কর্মের তাগিদে সম্পর্ক ভাটা পড়লেও সম্পর্কচ্ছেদ বেশি দিন স্থায়ী হয়নি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১০, ২০২৩ ১৫:০৯ Asia/Dhaka
  • 'প্রিয়জন আসরটি শ্রোতাদের জন্য অক্সিজেনের এক ফ্যাক্টরির মতো'

আসসালামু আলাইকুম। তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদেরকে আসছে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ইথারের বন্ধু হয়ে রেডিও তেহরানের সাথে নিয়মিতই যুক্ত আছি সেই নব্বই দশকের পর থেকেই। মাঝ পথে কর্মের তাগিদে সম্পর্ক ভাটা পড়লেও সম্পর্কচ্ছেদ বেশি দিন স্থায়ী হয়নি।

শ্রোতাবান্ধব রেডিও তেহরানের বৈচিত্র্যময় বিনোদনধর্মী অনুষ্ঠান একদিকে যেমন শ্রোতাদের আত্মার খোরাক যোগাচ্ছে তেমনি এ বেতার থেকে পরকালের পাথেয় সংগ্রহ করে আমরা সমৃদ্ধ হচ্ছি।

আমার মূল্যায়ন হলো- রেডিও তেহরান শ্রোতাদের নিকট এক জ্ঞানের ভাণ্ডার ও এক মহাসাগর! যা থেকে শ্রোতারা প্রতিনিয়ত কুড়িয়ে নিচ্ছে মুণি-মুক্তা, হিরা আর জহরত। শ্রোতাবান্ধব রেডিও তেহরান আমাদের জন্য আল্লাহর প্রদত্ত এক বিশেষ নেয়ামত যার চর্চায় পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তির সুভাস ছড়িয়ে পড়তে পারে।

বিশ্বের অনেক বাংলা ভাষাভাষী রেডিওর সম্প্রচার যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে সহমহীমায় টিকে আছে রেডিও তেহরান। নির্ভেজাল, নীরবে নিভৃতে আলো বিকিরণ করে যাচ্ছে শ্রোতাদের জন্য। শ্রোতাদের মতামতকে গুরুত্ব প্রদান করে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করার কারণে বর্তমানে রেডিও তেহরান শ্রোতাদের চিন্তা-চেতনায়, মন-মগজ ও মননে অবগাহন করছে। শ্রোতাদের এই ভালোবাসার  ফলাফল হবে সুদূরপ্রসারী।

গত ২০/২/০২৩ তারিখে প্রচারিত প্রিয়জন আসরটি যেন রুপান্তিত হয়েছিল শ্রোতাদের এক মিলনমেলায়। এতে এক শ্রোতা বোনের সাক্ষাৎকার ছিল এক কথায় অনবদ্য ও উপভোগ্য। যার রেশ মনের মণিকোঠায় গেঁথে থাকবে অনকে দিন। আমি মনে করি প্রিয়জন আসরটি শ্রোতাদের জন্য অক্সিজেনের এক ফ্যাক্টরির মতো। যার নির্মলতা আর রিফ্রেশ শ্রোতাদের একটি সপ্তাহ সর্বদা সতেজ রাখতে সাহায্য করে থাকে।

সমস্ত কৃতঋণ রেডিও তেহরানের সকল কলাকুশলীদের।

 

প্রেরক,

শাহজালাল হাজারী

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ।

বর্তমান অবস্থান: কুয়েত সিটি