'রংধনু আসরের মাধ্যমে নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছি'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার চিঠির প্রথমেই আমি স্নেহভরা শুভ কামনা জানাই রেডিও তেহরানের নিয়মিত অনুষ্ঠান রংধনু আসর-এর শিশু-কিশোর শ্রোতাবন্ধুদেরকে। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান শুনে প্রতিনিয়তই নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছি। গল্পের মাধ্যমে শিখনশৈলী শুধুমাত্র রেডিও তেহরান থেকেই আশা করা যায়।
শিশু-কিশোর ছোট্ট বন্ধুরাসহ সবাই রেডিও তেহরানে প্রচারিত রংধনু আসরের মাধ্যমে নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছে এবং শিখছে।
রংধনু আসরে ‘জাম্বিয়ার রূপকথা: গন্ডার ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা’ শীর্ষক পর্বটি অত্যন্ত শিক্ষণীয় একটি পর্ব। আশরাফুর রহমান মহোদয়ের গ্রন্থনায় গাজী আবদুর রশীদ এবং আকতার জাহান মহোদয়ের উপস্থাপনায় রংধনু আসরের এবারের পর্বটিও বেশি আনন্দপূর্ণতায় শিক্ষণীয় ছিল। রূপকথার গল্প খরগোশ এবং কচ্ছপের গল্প যেমন সকলকে আনন্দিত করে সেরকমই আনন্দপূর্ণতায় শিক্ষণীয় গল্প গন্ডার কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। গন্ডার ভেবেই নিয়েছিল যে, কচ্ছপের সঙ্গে দৌড় প্রতিযোগিতা হলে কচ্ছপ জিতে যাবে। কিন্তু বাস্তবে কচ্ছপ ছোট প্রাণী হলেও সে তার বুদ্ধির জোরে অহংকারী গন্ডারকে পরাজিত করে। গন্ডারের হিংসা, অহংকারকে চুরমার করে দিতে কচ্ছপ এবং তার সঙ্গী আত্মীয়-স্বজনরা যে কৌশল অবলম্বন করেছে তা সত্যিই বেশ শিক্ষণীয়। কচ্ছপ ঠাণ্ডা মাথায় যেভাবে গন্ডারকে পরাজিত করে গন্ডারের হিংসা এবং হামবড়া ভাবকে চুরমার করে দিয়েছে তাতে সত্যিই অপমান ও লজ্জিত সে।
অহংকার পতনের মূল। এ সমাজে চলতে গিয়ে প্রতিনিয়তই মানুষের অহংকারের শিকার হই। টাকা, পয়সা, অর্থকরী, খ্যাতি, ক্ষমতার গরমে অনেক মানুষই অহংকারের স্বরে কথা বলে, যা বারবার ফেরাউনের কথা মনে করিয়ে দেয়। ফেরাউন নিজেকে খোদা বা আল্লাহ দাবি করত। আল্লাহ অহংকারী মানুষকে পছন্দ করেন না। মহান আল্লাহ তাআলা ফেরাউনের অহংকারের পতন ঘটিয়েছেন। গন্ডার ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা গল্পটির প্রথমে গন্ডার যেভাবে কচ্ছপকে অপমানের স্বরে, অপদস্তের স্বরে কথা বলেছে তাতে শেষ পর্যন্ত কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে চরম শিক্ষা গ্রহণ করেছে এবং গন্ডারের অহংকারের পতন ঘটেছে।
গন্ডারের অপমানটা এরকম ছিল যে- যখনই কোন গন্ডার নদীর ধারে পানি খেতে আসে, তাকে যে কোন কচ্ছপ দেখলেই হয় হাসতে হাসতে ভেঙে পড়ে। অন্য কচ্ছপদের ডেকে এনে মজা লোটে তারা মিলেজুলে ঠাট্টা মশকরা করে গন্ডারের সঙ্গে। আর লজ্জা পেয়ে গন্ডার তখন পানির তৃষ্ণা মেটাতে চলে যায় দূরে কোথাও। যেখানে কোনো কচ্ছপ তাকে নিয়ে হাসি-তামাশা করার সুযোগ পাবে না, তেমন কোনো জায়গায়। যদিও এরকম জায়গা এ দুনিয়ায় নেই।
রংধনু আসরের শেষ পর্যায়ে আব্দুল লতিফ-এর কথা ও সুরে মরমী শিল্পী আবদুল আলিমের গাওয়া ‘দুয়ারে আইসাছে পালকি’ গানটি শিশু শিল্পী জাইমা নূর ও নাবিহা নূরের কণ্ঠে বেশ দারুণ লেগেছে।
মহান আল্লাহ সোবহানা তাআলা রংধনু আসরের শিশু-কিশোর ছোট্ট বন্ধুদেরসহ সকলকে সুস্থ এবং সুন্দর রাখুন।
শুভেচ্ছান্তে
এস. এম. হৃদয় রহমান,
ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী।
ঠিকানা : গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,
ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬