এপ্রিল ০৬, ২০২৩ ১৫:২০ Asia/Dhaka
  • 'প্রকৃতি দিবস নিয়ে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠানটি ছিল ভিন্নমাত্রার'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর নববর্ষ ‘নওরোজ’ হিসেবে পরিচিত। নওরোজের ১৩তম দিন অর্থাৎ প্রকৃতি দিবস নিয়ে রেডিও তেহরানে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত ভালো লেগেছে।

গাজী আবদুর রশীদ ও রেজওয়ান হোসেনের উপস্থাপনায় প্রকৃতি দিবসের অনুষ্ঠানটি একদিকে যেমন আনন্দময় লেগেছে অন্যদিকে ইরানের ঐতিহ্যবাহী ‘নওরোজ’ সংস্কৃতিকে ভিন্নমাত্রায় ফুটিয়ে তোলা হয়েছে। ‘নওরোজ’ উদযাপনে ইসলামপূর্ব এবং ইসলামপরবর্তী সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরায় প্রকৃতি দিবস নিয়ে বিশেষ অনুষ্ঠানটি বেশ শিক্ষণীয় এবং জ্ঞান সমৃদ্ধ হয়েছে। এরকম সুন্দর এবং শিক্ষণীয় অনুষ্ঠান একমাত্র রেডিও তেহরানের কারণেই শোনা গেছে এবং পার্সটুডে'র কারণে বিস্তারিত পড়া গেছে। পার্সটুডে যেভাবে সুন্দর সুন্দর ছবির মাধ্যমে ‘প্রকৃতি দিবস: প্রকৃতির সাথে নিবিড় আত্মীয়তার দিন’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানটিকে অনলাইন ডিজিটাল মাধ্যমে প্রকাশ ও প্রচার করেছে তা সত্যিই ‘নওরোজ’ এবং প্রকৃতি দিবসের ঐতিহ্যের বর্ণনা জানতে সহায়ক ভূমিকা পালন করেছে।

পরকালীন পুনরুজ্জীবনকে স্মরণ করে একটি বিশেষ দোয়া পাঠের মধ্য দিয়ে ইরান এর মুসলমানরা নওরোজ শুরু করেন। মুনাজাতে তারা বলেন, “হে অন্তর ও দৃষ্টির পরিবর্তনকারী এবং দিন ও রাতের পরিচালনাকারী এবং অবস্থার পরিবর্তনকারী (মহান আল্লাহ)! আমাদের অবস্থাকে সর্বোত্তম অবস্থায় রূপান্তরিত করুন।”

ইরান এর নববর্ষ বা ‘নওরোজ’-এর শেষ দিনটিকে বলা হয়ে থাকে রুজে তাবিয়াত বা প্রকৃতি দিবস যা ইসলামপূর্ব সময়ে বলা হতো সিজদাহ বেদার। ইরানের প্রকৃতি দিবস যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার দিন। ‘নওরোজ’ বা নববর্ষের শেষ দিন ইরানের অধিবাসীরা ‘হাফতসিন’ বা সাতটি মূল্যবান ঐতিহ্যের ধারার জিনিস নিয়ে প্রকৃতির মাঝে উপভোগ্য আবহওয়ায় পরিবার নিয়ে আনন্দময় সময় উপভোগ করেন। মানুষ প্রকৃতির সবুজ শ্যামলিমাকে ভালোবাসে। আর প্রকৃতি এ সময় নিজেকে সবুজে রাঙিয়ে মানুষকে আপন কোলে আহ্বান জানায়।

ইরানের অধিবাসীরা সেই আহ্বানে সাড়া দিয়ে এই প্রকৃতি দিবসে মাতিয়ে তোলে প্রকৃতিকে। তাঁবু খাটিয়ে এক ঘনিষ্ঠ পরিবেশে পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটায় ইরান এর অধিবাসীরা। প্রকৃতি দিবসে ইরানের সকল মানুষ এবং প্রকৃতি একাকার হয়ে যায় আত্মীয়তার এক নিবিড় বন্ধনে, উদ্যান থেকে উদ্যানে, বন থেকে বনে, যেখানে শুধুই প্রকৃতির সুশীতল ছায়া।

ইসলামিক রিপাবলিক অব ইরানের সকল অধিবাসীদেরকেসহ সকলকে জানাই ‘নওরোজ’ বা ফার্সি নববর্ষের শুভেচ্ছা। প্রকৃতি দিবস ইরানের প্রকৃতিপ্রেমি সকল অধিবাসীদের জন্য বয়ে আনুক আনন্দ ও সুখের বারতা। মহান আল্লাহ সোবহানা তা আলা সকলকে সুন্দর এবং সুস্থ রাখুন।

 

শুভেচ্ছান্তে

এস. এম. হৃদয় রহমান

(ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী)

ঠিকানা : গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,

ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

 

 

ট্যাগ