'পার্সটুডেতে প্রকাশিত শ্রোতাবন্ধুদের লেখাগুলো মনকে ভালোলাগায় ভরিয়ে দেয়'
https://parstoday.ir/bn/news/letter-i121698-'পার্সটুডেতে_প্রকাশিত_শ্রোতাবন্ধুদের_লেখাগুলো_মনকে_ভালোলাগায়_ভরিয়ে_দেয়'
সুপ্রিয় মহোদয়, বরকতময় রমজানের শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই কুশলে আছেন। ব্যস্ততার ছক পেরিয়ে প্রিয়জনের টানে আবারো ফিরে এলাম প্রিয় আঙিনায়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০৮, ২০২৩ ১৮:৫৯ Asia/Dhaka
  • 'পার্সটুডেতে প্রকাশিত শ্রোতাবন্ধুদের লেখাগুলো মনকে ভালোলাগায় ভরিয়ে দেয়'

সুপ্রিয় মহোদয়, বরকতময় রমজানের শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই কুশলে আছেন। ব্যস্ততার ছক পেরিয়ে প্রিয়জনের টানে আবারো ফিরে এলাম প্রিয় আঙিনায়।

সারা দিনের সিয়াম সাধনা শেষে তৃপ্তির ঢেকুর তুলে সন্ধ্যা অধিবেশনে শুনি রমজানের বিশেষ অনুষ্ঠান- "রমজান : খোদা প্রেমের অনন্য উৎসব!" অনুষ্ঠানে আলোচিত রমজানের নানা তাৎপর্য এবং পরম করুণাময় স্রষ্টাকে সহজে সন্তুষ্ট করার সবচেয়ে উপযোগী সময় যে রমজান মাস তা সহজেই অনুধাবন করতে পারছি। রমজানে সাহরী খাওয়া, ইফতার করা, নিয়মিত সালাত আদায় এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে ৭০ গুণ বেশি সওয়াবসহ লায়লাতুল কদরের মহিমা ইত্যাদি প্রমাণ করে যে, "রমজান : খোদা প্রেমের অনন্য উৎসব!"

অনুষ্ঠানটি নিয়মিতভাবে শুনছি ভীষণ আগ্রহ ও ভালোলাগা নিয়ে। নিঃসন্দেহে অনুষ্ঠানটি রেডিও তেহরানের সেরা ও সময়োপযোগী অনুষ্ঠান। তাছাড়া, রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডেতে প্রকাশিত শ্রোতা লেখক বন্ধুদের আকর্ষণীয় লেখাগুলোও মনকে ভালোলাগায় ভরিয়ে দেয়। ফেসবুক পেজে সাপ্তাহিক কুইজসহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হয় যে, রেডিও তেহরান বর্তমানে সকল বাংলা রেডিওর সেরা স্টেশন। তো আজ এ পর্যন্তই ইতি টানছি।

 

বিনীত,

হারুন অর রশীদ 

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী 

থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮