শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানে রংধনু অনুষ্ঠানে ছোট-বড় সকলের সম্মিলন ঘটে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১১ মে, বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলো হলো পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রঙধনু আসর ও কথাবার্তা। এসব অনুষ্ঠানের মধ্যে নিঃসন্দেহে রংধনু সেরা।
রংধনু আসর শ্রোতাদের অতি প্রিয় একটি অনুষ্ঠান। ছোটদের জন্য তৈরি করা হলেও বা ছোটদের প্রাধান্য থাকলেও এ অনুষ্ঠানটি বড়দেরও খুব প্রিয়। ফলে ছোট-বড় সকলের সম্মিলন ঘটে এ অনুষ্ঠানে। জনাব আশরাফুর রহমানের গবেষণা ও গ্রন্থনায় গাজী আব্দুর রশীদ ও আকতার জাহানের উপস্থাপনায় এটি রেডিও তেহরানের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান।
মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। মানুষ ছাড়া ডলফিন, ওরাংওটাং, শিম্পাঞ্জী, কুকুর, শেয়াল, কাক, পিঁপড়া প্রভৃতি প্রাণি বুদ্ধিমান জীব হিসেবে পরিচিত। উল্লেখ্য যে, যেসব প্রাণি আয়নায় নিজেকে চিনতে পারে ডলফিন তাদের অন্যতম। পানির সবচেয়ে বুদ্ধিমান প্রাণি এটি। এসব বুদ্ধিমান প্রাণির মধ্যে চতুর শিয়াল ও কাক নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। সেসব গল্প থেকে বাছাই করা একটি গল্প প্রচারিত হয় গতকালের রংধনু আসরে।
এক বনে বসবাসরত শেয়াল ও কাকের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। সাপের আক্রমণ থেকে কাকের ছানাদের রক্ষা করার বিষয়ে শেয়াল ও কাকের আলোচনা ছিল বুদ্ধিদীপ্ত। তাদের পরিকল্পনা ছিল সঠিক। শেয়ালের পরামর্শ মত কাক পরিকল্পনা বাস্তবায়ন করলে মানুষরা সাপটিকে মেরে ফেলল। ফলে কাকের ছানারা সাপ থেকে রক্ষা পেল। চমৎকার এ গল্পটি শুনে আমরা মুগ্ধ হয়েছি।
সবশেষে শিশু শিল্পীদের কন্ঠে একটি নাতে রাসুল প্রচারিত হয়। খুব ভালো লেগেছে ইমরুল আহসান খানের লেখা, মুজাহিদ জামানের সুর দেয়া ও শিশু শিল্পীদের কণ্ঠে ‘বিমল ভোরের ফুল’ শীর্ষক নাতে রাসুলটি। চমৎকার এ নাতে রাসুলটির জন্য রেডিও তেহরান ও সংশ্লিষ্ট শিশু শিল্পীদের ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।