"রেডিও তেহরান যেন পারিবারিক ডাক্তার হয়ে উঠেছে"
https://parstoday.ir/bn/news/letter-i125324-রেডিও_তেহরান_যেন_পারিবারিক_ডাক্তার_হয়ে_উঠেছে
আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস, আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে মতামত লিখছি স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে‌‌।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৯, ২০২৩ ১৪:৪৭ Asia/Dhaka

আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস, আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে মতামত লিখছি স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে‌‌।

গত ৫ জুলাই বুধবার 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানটি বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম৷ রেডিও তেহরানের বিশিষ্ট উপস্থাপক, গাজী আব্দুর রশীদ ভাইয়ের সাবলীল উপস্থাপনায় মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুল সাহেবের সাক্ষাৎকারটি দারুণ উপভোগ করলাম। উপভোগ করলাম বললে ভুল হবে লাইভ উপকৃত হলাম।

ডায়াবেটিস সম্পর্কে সেদিনের আয়োজনটি স্মরণকালের সবচেয়ে উপকারী অনুষ্ঠান বলে মনে হয়েছে। বর্তমান সময়ে খুব বেশি শহুরে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। বাচ্চা থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হচ্ছে এবং এই ডায়াবেটিসই অন্যান্য শত রোগের কারণ। আমার সহকর্মী এবং আত্মীয়দের মধ্যে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত; খুব ভয় হয় কথা বার্তা শুনে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

এদিনের অনুষ্ঠানে ডাক্তার সাহেবের কথাগুলো খুবই উপকারী ছিল। এ রোগের নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানটি আমাদের দ্বারে হাজির হয় প্রতি বুধবারের সান্ধ্য অধিবেশনে। আমরা নানাভাবে উপকৃত হচ্ছি এই আয়োজন থেকে। রেডিও তেহরান যেন পারিবারিক ডাক্তার হয়ে উঠেছে।

উপস্থাপক, পরিচালক, প্রযোজকসহ এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকের মতো।

শুভ কামনায়-

সোহেল রানা হৃদয়

সেক্রেটারি, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা৷

আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬, বাংলাদেশ।