রেডিও তেহরানের একদিনের অনুষ্ঠান সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i126786-রেডিও_তেহরানের_একদিনের_অনুষ্ঠান_সম্পর্কে_মতামত
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজ (১০/০৮/২০২৩, বৃহস্পতিবার) যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর ও কথাবর্তা। প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যবহুল ও উপভোগ্য।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ১৩, ২০২৩ ১৯:৫১ Asia/Dhaka
  • রেডিও তেহরানের একদিনের অনুষ্ঠান সম্পর্কে মতামত

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজ (১০/০৮/২০২৩, বৃহস্পতিবার) যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর ও কথাবর্তা। প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যবহুল ও উপভোগ্য।

বিশ্বসংবাদ থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল খবরই জানতে পেরেছি। দৃষ্টিপাতের প্রতিবেদনগুলোও ছিল তথ্যবহুল। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম পানির জলে ভাসছে। রাস্তাঘাট ডুবে গেছে, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ থেকে পাঠানো বাদশা রহমানের প্রতিবেদন ভালো লেগেছে।

তবে আজকের সেরা অনুষ্ঠান ছিল রংধনু আসর। আজকের গল্পটি ছিল শিক্ষণীয় ও উপভোগ্য। গাজী আবদুর রশিদ ও আকতার জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল অসাধারণ। শুরুতেই পরশ্রীকাতরতা সম্পর্কে ইমাম আলী (আ.) এর একটি বাণী বলা হয়। এরপর পরশ্রীকাতর ও হিংসুক লোকের সম্পর্কে একটি ঐতিহাসিক ঘটনা শুনানো হয়। বরাবরের মত আজও রংধনু আসর তৈরি করেছেন আশরাফুর রহমান। তাঁর গল্প নির্বাচন আমাদের মুগ্ধ করে, জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে।

গল্পের আকারে প্রচারিত ঐতিহাসিক ঘটনাটি শুনতে আমাদের খুব ভালো লেগেছে। আজ থেকে প্রায় নয়শত বছর আগে ইরানের খোরাসান রাজ্যে একজন সুলতান ছিলেন। তিনি ছিলেন কাব্যপ্রিয় ও সাহিত্যরসিক। কিন্ত তাঁর সভার প্রধান কবি ছিলেন হিংসুটে। তার কারণে অন্য কবিরা রাজদরবারে স্থান পেত না।

ঐতিহাসিক ঘটনাটি থেকে কবি আনোয়ারির বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলাম। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দরবারের প্রধান কবিকে শায়েস্তা করলেন। আসলে পরশ্রীকাতর লোক এভাবেই শাস্তি পেয়ে থাকে।

সবশেষে ছিল কথাবার্তা। কথাবার্তায় আজ সিরাজুল ইসলামের বিশ্লেষণ ছিল। অনেক শ্রোতা তাঁর বিশ্লেষণ শোনার অপেক্ষায় থাকেন। আমি নিজেও। আমাদের না বলতে পারা কথাগুলো সিরাজুল ইসলাম গুছিয়ে বলে দেন। সেজন্যই তাঁর বিশ্লেষণ আমাদের এত ভালো লাগে। ইসলামি ব্যাংকের ঋণ দিতে না পারার বিষয়ে তাঁর মতামতের সাথে অধিকাংশ শ্রোতাই সহমত বলে মনে করি।

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।