'জ্ঞান-বিজ্ঞান ও বুদ্ধিচর্চায় ইরান চিরকালই অগ্রগামী' 
(last modified Sun, 13 Aug 2023 14:15:46 GMT )
আগস্ট ১৩, ২০২৩ ২০:১৫ Asia/Dhaka
  • 'জ্ঞান-বিজ্ঞান ও বুদ্ধিচর্চায় ইরান চিরকালই অগ্রগামী' 

মহাশয়, সম্প্রতি ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠা দ্রুততম সময়ের মধ্যে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার করেছে। এর ফলে একজন মানুষ হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা মাত্র দশ মিনিটের মধ্যে এই কিট ব্যবহার করে শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে যেমন বহু মানুষের জীবন বাঁচবে তেমনি স্বাস্থ্য সেবা খাতের খরচ কমে আসবে।

অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা অত্যাধুনিক ক্রুজ মিসাইলের ডিজাইন এবং উৎপাদন করার প্রযুক্তি অর্জন করেছে যা উচ্চ সুপারসনিক গতিতে ভ্রমণ করতে সক্ষম।

আর এই জ্ঞান-বিজ্ঞান ও বুদ্ধিচর্চায় চিরকালই ইরান অগ্রগামী। দৃপ্ত কণ্ঠে বিজ্ঞানের পথে ঘোষিত হয়েছে ইরানিদের জয়যাত্রা। ইরান পেরিয়ে গোটা বিশ্বে বিশেষ মর্যাদার আসল লাভ করেছে। ইরানি বিজ্ঞানীরা বন্ধুর পথ পেরিয়ে আলোর দিশা খুঁজে দিয়েছে ইরানি মনীষা।

রত্নগর্ভা ইরান জননী। ইরানের কোলে জন্ম নিয়েছে অজস্র কৃতী সন্তান যাঁরা স্বীয় কীর্তিতে গর্বিত করেছেন ইরান ভূমিকে। বিশ্বের দরবারে তাঁদের স্বীয় প্রতিভা মহিমাময় করে তুলেছে ইরানকে।

বিশ্বে ইরানিদের বিজয় গৌরব ঘোষিত হয়ে চলেছে সেই কবে থেকে। প্রতিভাবান ইরানি কৃতি সন্তান তার প্রতিভার আলো ছড়িয়েছে বিশ্বময়। ইরানকে গর্বিত করেছে বারে বারে।

ইরানিদের বিজ্ঞান সাধনা আজও অব্যাহত মেধা বৃত্তির চর্চায় ইরানিরা সহজাত সৃষ্টিশীল ক্ষমতা উপযুক্ত পরিকাঠামো ইরানি বিজ্ঞানীকে পৌঁছে দিতে পারে বিশ্বের দরবারে। আমরা রেডিও তেহরানের শ্রোতারা আশাবাদী ইরানিদের দের বুকের মধ্যে লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়ে উঠবে নিকট ভবিষ্যতে।


ধন্যবাদান্তে


বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

 

ট্যাগ