'সমাজে শৃঙ্খলা আনয়নে রেডিও তেহরান যথেষ্ট ভূমিকা পালন করছে'
https://parstoday.ir/bn/news/letter-i127170-'সমাজে_শৃঙ্খলা_আনয়নে_রেডিও_তেহরান_যথেষ্ট_ভূমিকা_পালন_করছে'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জীবনমান উন্নয়নে রেডিও তেহরান একটা উত্তম পরামর্শ সেন্টার। এখান থেকে প্রতিদিনই আমরা জ্ঞানলাভ করি নৈতিকতার নানান বিষয়। 
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ২২, ২০২৩ ১৯:৩২ Asia/Dhaka
  • 'সমাজে শৃঙ্খলা আনয়নে রেডিও তেহরান যথেষ্ট ভূমিকা পালন করছে'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জীবনমান উন্নয়নে রেডিও তেহরান একটা উত্তম পরামর্শ সেন্টার। এখান থেকে প্রতিদিনই আমরা জ্ঞানলাভ করি নৈতিকতার নানান বিষয়। 

সমাজ থেকে নীতিনৈতিকতা হারিয়ে যাওয়ার পথে। প্রতিটি ধর্ম মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। কিন্তু আমরা তা সঠিকভাবে ধারণ করতে পারি না বলে সমাজে এতে বিশৃঙ্খলা। সমাজে শৃঙ্খলা আনয়নে রেডিও তেহরান-এর বাংলা বিভাগ বিভিন্ন পর্বের আলোচনার মাধ্যমে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। 

জীবনমান উন্নয়নের সাথে সাথে সবার নৈতিকতাবোধের উন্নয়ন হোক এই প্রত্যাশা রইল। ধন্যবাদ রেডিও তেহরান বাংলা বিভাগ।

 

জিল্লুর রহমান জিল্লু
সভাপতি, তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাব 
আবদুল্লাহ সড়ক, কাশিপুর, 
বরিশাল, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।