রেডিও তেহরানের রংধনু আসর ও স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে মতামত
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমি রেডিও তেহরান-এর একজন নিয়মিত শ্রোতা। এ বেতারের সবগুলো অনুষ্ঠান শুনি, আমার ভালো লাগে। তবে, পবিত্র কুরআন থেকে তেলায়াত ও তরজমা আমার বেশি ভালো লাগে।
রেডিও তেহরান-এর বিশ্ব সংবাদের মধ্যে আমরা সঠিক খবর জানতে পারি। সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর ও স্বাস্থ্যকথা সম্পর্কে আমার মতামত তুলে ধরছি। ২২/৯/২০২৩ তারিখে প্রচারিত রংধনু আসরের একাংশে ছিল কয়েকটি কৌতুক। কৌতুকগুলো আমার অনেক ভালো লেগেছে। এ ধরনের আরো মজার মজার কৌতুক পরিবেশন করার জন্য অনুরোধ করছি।
২১/৯/২০২৩ তারিখে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ সম্পর্কে ডাক্তার আবু কামরান রাহুলের পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি মনোযোগ দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে। শ্রোতাবন্ধুদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তারা যদি ডাক্তারের পরামর্শগুলো মেনে চলেন তাহলে সুস্থ থাকতে পারবেন বলে আমার বিশ্বাস। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি।
শুভেচ্ছান্তে
শায়লা ফারজানা
পূর্ব শালবন রংপুর
সদস্য, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩