রেডিও তেহরানের ৩ দিনের অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ
https://parstoday.ir/bn/news/letter-i128530-রেডিও_তেহরানের_৩_দিনের_অনুষ্ঠান_সম্পর্কে_ভালোলাগার_অনুভূতি_প্রকাশ
মহাশয়, আমি আপনাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক। আপনাদের প্রতিটা অনুষ্ঠান  মনোগ্রাহী ও রুচিসম্মত। অনুষ্ঠানের বৈচিত্র্যতা ও নতুনত্ব আমাকে অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তোলে। দিন দিন রেডিও তেহরান বাংলার জনপ্রিয়তা বাড়ছে। এটা খুবই সুখের কথা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ০৯:৫৯ Asia/Dhaka
  • রেডিও তেহরানের ৩ দিনের অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ

মহাশয়, আমি আপনাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক। আপনাদের প্রতিটা অনুষ্ঠান  মনোগ্রাহী ও রুচিসম্মত। অনুষ্ঠানের বৈচিত্র্যতা ও নতুনত্ব আমাকে অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তোলে। দিন দিন রেডিও তেহরান বাংলার জনপ্রিয়তা বাড়ছে। এটা খুবই সুখের কথা।

আপনাদের প্রচারিত বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা খুবই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ। এসব শুনে গোটা বিশ্বের বিভিন্ন খবরের হালহকিকত জানতে পেরে ভালো লাগে। তবে মাঝেমধ্যে খেলার খবর পেলে আরও ভালো লাগত।

২৩ শে সেপ্টেম্বর ইমাম হাসান আসকারীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন শুনে মোহিত হলাম। তাঁর সম্পর্কে সুন্দর বর্ণনা অসাধারণ লেগেছে।

একইদিন 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' অনুষ্ঠানে ইরানি যোদ্ধাদের ঐশী সাহায্য যুদ্ধ জয়ে কতটা ভূমিকা রেখেছিল- তা জেনে বিস্মিত হলাম। যেখানে ইরানি যোদ্ধাদের শক্তি অসম হওয়া সত্ত্বেও শুধুমাত্র খোদাপ্রেম তাদেরকে ঐশী সাহায্য পেতে সাহায্য  করেছিল। এর বর্ণনা অনুষ্ঠানে শুনে আশ্চর্যান্বিত হলাম।

২২ সেপ্টেম্বর সুন্দর থাকার উপায় শীর্ষক অনুষ্ঠান সুন্দর জীবন শুনলাম। এতে শিষ্টাচার বা আদব যে কতটা জরুরি তা বোধগম্য হলো। আমাদের আচার-আচরণ  শ্রদ্ধা, নৈতিক মূল্যবোধ, বিদ্যাবুদ্ধি, শিক্ষা-দীক্ষা, ছোটদের প্রতি স্নেহ ভালবাসা  ইত্যাদির বহিঃপ্রকাশ ঘটাতে হবে। শিষ্টাচারী ব্যক্তিকে সবাই পছন্দ করে। একজন ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ছোটদেরও এসব শেখাতে হবে।

ওইদিন সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে মুহম্মদ রুহুল আমিনের  কাছে  মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তার সুদুরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনায় অনেক বাস্তব দিক উঠে এলো। বিশ্ব  রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি যে পরিবর্তন এসেছে তা সহজেই অনুমেয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি সংক্রান্ত কিছু তথ্যও জানা গেল।

২১ শে সেপ্টেম্বর ছোটদের জন্য অনুষ্ঠান রংধনু আসরে এক ধার্মিক স্বর্ণকারের গল্প শুনে মুগ্ধ হলাম। সত্যি যে প্রকৃত ধার্মিক তার কোনোদিন ক্ষতি হয় না। বিপদ এলেও কেটে যায়। খোদা তাকে রক্ষা করেন। অনুষ্টানে প্রচারিত ইসলামী গানটিও ভালো লেগেছে।

 

নমস্কারান্তে

 

দেবাশীষ গোপ

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর

পশ্চিম বঙ্গ,  ভারত।