পার্সটুডে: যেখান থেকে আঙুলের স্পর্শে নিংড়ে নিই তথ্যের পরশমনি
https://parstoday.ir/bn/news/letter-i130092-পার্সটুডে_যেখান_থেকে_আঙুলের_স্পর্শে_নিংড়ে_নিই_তথ্যের_পরশমনি
আসসালামু আলাইকুম ,রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইলো এক আকাশভরা শরতের শুভেচ্ছা। রেডিও তেহরান-এর ওয়েবসাইট বরাবরই আমার পছন্দের একটি ওয়েব পেজ। পূর্বের সাইটটি যেমন ছিল চমৎকার, সাজানো গোছানো, প্রত্যেকটি কন্টেন্ট সুবিন্যস্ত। ঠিক তেমনই বর্তমানের পার্সটুডে ওয়েবসাইটটিও সুন্দর, ইউজার ফ্রেন্ডলি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ৩১, ২০২৩ ১৫:০৫ Asia/Dhaka
  • পার্সটুডে: যেখান থেকে আঙুলের স্পর্শে নিংড়ে নিই তথ্যের পরশমনি

আসসালামু আলাইকুম ,রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইলো এক আকাশভরা শরতের শুভেচ্ছা। রেডিও তেহরান-এর ওয়েবসাইট বরাবরই আমার পছন্দের একটি ওয়েব পেজ। পূর্বের সাইটটি যেমন ছিল চমৎকার, সাজানো গোছানো, প্রত্যেকটি কন্টেন্ট সুবিন্যস্ত। ঠিক তেমনই বর্তমানের পার্সটুডে ওয়েবসাইটটিও সুন্দর, ইউজার ফ্রেন্ডলি।

বিভিন্ন বিষয়ভিত্তিক বিভাগ আর বিভাগের মধ্যে সাব ক্যাটাগরির মধ্যে ছড়িয়ে রয়েছে তথ্যের আকর! শুধু একটি ক্লিক, আর পৌঁছে যান আপনার পছন্দের বিভাগে, পড়ে নিন আপনার পছন্দের লেখাটি।

এমন সুন্দর সুবিন্যস্ত, চমৎকার ডিজাইন, আর সহজে ব্যবহারযোগ্য ওয়েবসাইট আমার চোখে কমই পড়েছে। যদিও বর্তমানে সাইবার সিকিউরিটির কারণে প্রথমে ওয়েবসাইট এ ঢুকতে একটু সময় লাগে। কিন্তু একবার পার্সটুডে'র জ্ঞান সমুদ্রে পৌঁছে গেলে আর ফিরে আসতে মন চাইবে না।

রেডিওর প্রত্যেকটি অনুষ্ঠানের বিবরণীসহ বিশ্ব, মধ্যপ্রাচ্য, ইরান, ভারত, বাংলাদেশ প্রভৃতি বিভাগের খবরের জগৎ আপনাকে সদা আপডেট রাখবেই। এছাড়াও আছে ইসলাম, গ্যালারি, শ্রোতাদের মতামত, প্রতিযোগিতা, যোগাযোগ, কিভাবে অনুষ্ঠান শুনবেন, আর্কাইভ, ফ্রিকোয়েন্সি, কুরআনের আলো প্রভৃতি নানা বিভাগের সমাহার এক অনন্য জগতে নিয়ে যায় আমাকে। প্রত্যেকটি বিভাগে বিচরণ করি আর আঙুলের স্পর্শে নিংড়ে নিতে থাকি তথ্যের পরশমনি।

রেডিও অনুষ্ঠানের হাতেগোণা কয়েকটি নিয়মিত আপডেট হতে দেখে হতাশ হই। ইচ্ছে করে প্রত্যেকটি অনুষ্ঠানের বিবরণী এখান থেকেই পেতে। অনুরোধ রইল প্রিয়জন, কথাবার্তা, রংধনু'র মত বাকি জনপ্রিয় অনুষ্ঠানগুলোও যেন নিয়মিত হালনাগাদ করা হয়; এই প্রত্যাশায়

 

এস এম নাজিম উদ্দিন,

বারুইপাড়া, মুর্শিদাবাদ

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১