নভেম্বর ২৯, ২০২৩ ১১:৫২ Asia/Dhaka
  • রেডিও তেহরানের 'গল্প ও প্রবাদের গল্প' সম্পর্কে মতামত

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজ (২৮/১১/২০২৩, মঙ্গলবার) যেসব অনুষ্ঠান প্রচারিত হয়েছে সেগুলো হলো বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প। এগুলো মধে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা দৈনিক অনুষ্ঠান। আজকের প্রতিটি নিয়মিত পরিবেশনা আমার খুব ভালো লেগেছে।

অন্যদিকে দর্পন এবং গল্প ও প্রবাদের গল্প সাপ্তাহিক পরিবেশনা। প্রতি মঙ্গলবারে এ দুটি অনুষ্ঠান প্রচারিত হয়। আজকের (২৮/১১/২০২৩, মঙ্গলবার) দর্পন এবং গল্প ও প্রবাদের গল্পও আমাদের খুব ভালো লেগেছে।

দর্পনে আজ ফিলিস্তিন বিষয়ে তুরস্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনাটি ছিল তথ্যবহুল, যা আমাদের খুব ভালো লেগেছে।

আজকের গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন রেজওয়ান হোসেন ও আকতার জাহান। ইরানের কালজয়ী গল্পে সমৃদ্ধ এ অনুষ্ঠানটি। আজকের আসরে দুই পাখিবন্ধুর গল্পটির শেষ অংশ প্রচারিত হয়। গল্পের এ পর্যায়ে একটি কবুতরকে আক্রমণ করে ঈগল ও বাজপাখি। তবে কবুতরকে আক্রমণ করা নিয়ে বাজপাখি ও ঈগলের মধ্যে ঝগড়া হলো। তারা নিজেরা পরস্পরকে আহত করল। ফলে গানের পাখিটি পালাতে পারল। সে পাথরের পিছনে একটি গর্তে লুকিয়ে থাকল।

দুদিন লুকিয়ে থাকায় গানের পাখি ক্ষুধার্ত ছিল। গর্ত থেকে বের হয়ে তার বন্ধুর কথা মনে পড়ল। সে কবুতরের পাশে ছিটানো খাবার খেতে গিয়ে শিকারীর জালে আটকা পড়ল। তবে সে একসময় জাল কেটে বের হয়ে এল।

জাল থেকে বের হয়ে সে উড়তে লাগল। উড়তে উড়তে সে একটি ক্ষেতের পাশে দেয়ালে বসল। গ্রামের একটি ছেলে গুলতি দিয়ে তাকে আক্রমণ করল। পাখিটি পাখনায় আঘাত পেয়ে একটি কুয়াতে পড়ে গেল। একদিন থাকার পর সে একটু সুস্থ্য হয়ে গর্ত থেকে বের হয়ে এলো। তারপর নিজের জন্মস্থানের দিকে উড়তে লাগল। একসময় সে পৌঁছে গেল নিজের জন্মস্থানে। তার বন্ধু ও স্বজনরা তাকে পেযে খুব খুশি হল।

বন্ধুদের আহ্বানে সে তার বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা শোনাল। দারুণ ভালো লেগেছে আজকের গল্পটি। আগামী আসরেও এমন চমৎকার সব গল্প শোনার অপেক্ষায় রইলাম।

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ – ২৩০০

বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ