নভেম্বর ৩০, ২০২৩ ২০:০৫ Asia/Dhaka
  • '২৭ নভেম্বর প্রচারিত প্রিয়জন আসরটি ছিল সত্যিই অনবদ্য ও উপভোগ্য'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতোই ২৭ নভেম্বর প্রচারিত শ্রোতানন্দিত ও জনপ্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন' আসরটি উপভোগ করলাম। অনুষ্ঠানের শুরুতেই আশরাফ ভাইয়ের হাদীস ও বাণী পাঠের ব্যতিক্রম হয়নি। আজ ইমাম জাফর সাদিক (আ.) এর বাণী শোনানো হলো; এমন বাণী আমাদের জীবনে চলার পথে সহায়ক হোক এই কামনা করি।

ভারত বাংলাদেশের গুণী শ্রোতা বন্ধুদের পাঠানো মেইলগুলো শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। প্রিয়জন অনুষ্ঠানের সময় বাড়ানো হলে বিভিন্ন গুণী শ্রোতাবন্ধুদের আরও ভালো ভালো চিঠি- মেইল শুনে আমরাও নিজেদের সমৃদ্ধ করতে পারতাম। সময়ের স্বল্পতার কারণে এমন সব চমৎকার লেখাগুলো শোনা থেকে বঞ্চিত হচ্ছি।

প্রিয়জন অনুষ্ঠানে যাদের চিঠি ছিল- বাংলাদেশ থেকে এস এম হৃদয় রহমান, শায়লা ফারজানা, মোঃ তারিকুল ইসলাম, মুখলেসুর রহমান, এটিএম আতাউর রহমান রঞ্জু, মোঃ শাহাদত হোসেন, ড. মোঃ মুস্তাফিজুর রহমান ও জিল্লুর রহমান জিল্লু।

ভারত থেকে বিধান চন্দ্র সান্যাল, মোঃ হাফিজুর রহমান ও দেবাশীষ গোপ।

এছাড়াও মেইল ও রিসেপশন রিপোর্ট-এর প্রাপ্তি স্বীকার করা হয় ভারত থেকে জয়ন্ত চক্রবর্তী, নিজামুদ্দিন শেখ ও আনন্দমোহন বাইন এবং বাংলাদেশ থেকে, মেহেদী হাসান, নজরুল ইসলাম, শরিফা আকতার পান্না ও দীপক চক্রবর্তী দীপক-এর।

অনুষ্ঠানের শেষে জনাব ইকবালের কণ্ঠে একটি চমৎকার আরবি ভাষার কাসিদা শোনানো হলো। সত্যিই অনবদ্য ছিল আজকের প্রিয়জন আসরটি। প্রিয়জনের আগামী কোন আসরে মেহের জাইন-এর কণ্ঠে একটি গান শোনানোর অনুরোধ রইল।

সমালোচনা: আজকের আসরে রিসেপশন রিপোর্ট পাঠানোর প্রাপ্তি স্বীকারে আমার নামটি থাকবে এমন আশা করেছিলাম। কিন্তু হতাশ হলাম! আমার পাঠানো Reception Report কি আপনারা পাচ্ছেন না? আমি তো প্রায়ই আপনদের কাছে যথাযথ ভাবে পূরণ করা রিপোর্ট এর সাথে অনুষ্ঠানের রেকর্ডিংসহ পাঠাচ্ছি। অথচ, প্রাপ্তি স্বীকার-এর তালিকায় নিজের নামটি শুনতে পেলাম না। আমি গত সেপ্টেম্বর মাসে ২১ টি, অক্টোবর মাসে মোট ৮ টি এবং নভেম্বর মাসে আজ পর্যন্ত ৯টি রিসেপশন রিপোর্ট পাঠিয়েছি। এই পরিসংখ্যান দিলাম যাতে, আপনাদের তথ্য ভান্ডার টি একবার মিলিয়ে নিতে পারেন।

যাইহোক, সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকবেন; দোয়া করবেন আমাদের জন্যেও এই প্রত্যাশায়-

 

এস এম নাজিম উদ্দিন

বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

ট্যাগ