শ্রোতাদের মতামত
ভালোবাসা আর বিশ্বাসের অপর নাম রেডিও তেহরান
হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের উপর শিশিরের রেখা ধরে। গ্রাম-বাংলার চির পরিচিত এই দৃশ্য জানান দিচ্ছে শীত আসছে। হেমন্তের এই সকালে মিষ্টি রোদে গা ভাসিয়ে চায়ে চুমুক দিতে দিতে রেডিও তেহরান থেকে প্রচারিত আগের দিনের প্রচারিত অনুষ্ঠান আবারও শুনতে কী যে ভালো লাগে!
জগতে কত রকমের বাণী আছে। তা সত্ত্বেও কুরআনের বাণী সবার উপর মানুষ সত্য তার কথাই বলে। যে কেউ কুরআন অনুসরণ করে সে মুক্তি পায়। কুরআনের নীতিবাক্য জীবনের প্রতিটি পদে নিজস্ব বৈশিষ্ট্যের শুদ্ধাচারণ করে। কোরআন অন্ধকার থেকে আলোর পথে এবং তা থেকে বেহেশত লাভ ঘটায়। কোরআন আত্মপলব্ধি ঘটিয়ে সত্য ও ন্যায়ের অনুসরণ করার রাস্তা দেখায়। কেয়ামতের সেই দিনে সবার বিচার হবে। তখন আল্লাহ-অনুরাগীদের চিরস্থায়ী সুখ লাভ ঘটবে।
স্বাস্থ্যকথা বেঁচে থাকার জন্য এবং ভালো থাকার টিপস ডাক্তার বাবুরা সুন্দরভাবে বুঝিয়ে দেন। আমরা সেসব শুনে মান্যতা দিলে অনেক ভালো থাকব। রোগ ও রোগের উপসর্গ, নিরাময়ের উপায় এবং বিধি-নিষেধ শুনে উপকৃত হচ্ছি। বহু রকমের রোগ আছে যা আমাদের জীবনশৈলী উত্তম রাখতে পারলে অনেকাংশে ঠেকানো সম্ভব। আমাদের উত্তম টাটকা খাবার পরিমিতমাত্রায় গ্রহণের মধ্য দিয়েই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এজন্য চারপাশের পরিবেশের সুন্দর স্বাস্থ্যসম্মত রাখতে হবে। আর আমাদের এ ব্যাপারে শিক্ষারও প্রয়োজন আছে।
শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠান রংধনু আসর অত্যন্ত কাজের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি মূলতঃ শিশু কিশোরদের জন্য হলেও বড়রাও এর দ্বারা সমানভাবে উপকৃত হতে পারেন। প্রচারিত গল্প শিক্ষামূলক যা জীবনে গ্রহণ করে উপকৃত হওয়ার সুযোগ থাকে। আবার অনেকসময় বড় ও ছোটদের মধ্যে সেতুবন্ধ গড়ে তোলে। ছোটদের ভালো লাগা ও ভালো থাকার উপায়ের কথা জানা যায় অনুষ্ঠানে। একথা অনস্বীকার্য যে রংধনু ছোট বড় সবার প্রিয় একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে ছোটদের দ্বারা গান ও আবৃত্তি অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
সুন্দর জীবন অনুষ্ঠান জীবনকে সুন্দর করে গড়ে তোলার সুঅভ্যাস নিয়ে আলোচনা সদর্থক ভূমিকা রাখে। জীবন তখনই সুন্দর হয় যখন আমরা সুন্দরের পূজারী হই। জীবনকে সুন্দর করে গড়ার মধ্য দিয়েই জীবন সবদিক দিয়ে এগিয়ে চলে মসৃণভাবে। শিক্ষা আনে চেতনা। চেতনাকে জয় করতে পারলে জীবন সার্থক। সুন্দর জীবন সেই শিক্ষাই দেয়। শিক্ষাই দিতে পারে সুস্থ সমাজ গড়ার বাস্তবতা। নয়ত জীবনের ঘাত প্রতিঘাতে ঘুরে দাঁড়ানোর সাহস বুদ্ধি কোনোটাই পাওয়া যাবে না। আল্লাহর প্রতি ভরসা রেখে এগিয়ে যাওয়াই আমাদের পাথেয় হোক।
সোনালি সময় অনুষ্ঠানটি যুবক-যুবতীদের জন্য। এইসময় তাদের সার্বিক বিকাশ ঘটবার উপযুক্ত সময়। এই বয়সে তাদের লাগাম ছাড়া উদ্দাম সকল বিষয়ে ঝুঁকে পড়া আর অভিজ্ঞতা অর্জনে উপযুক্ত সময়। কোনটা ঠিক, কোনটা বেঠিক তা না ভেবে আত্মবিশ্বাসের সঙ্গে সবকিছু করার অভিপ্রায় তাদের একনিষ্ঠভাবে মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেয় সুন্দর জীবন অনুষ্ঠান। দৈনন্দিন জীবনের প্রতি বিশেষ মনোযোগী না হয়েও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মূল মন্ত্রকে জাগ্রত রেখে এগিয়ে চলার অঙ্গীকার করা এই সময়ে মানায়। তাদের একদিকে কাজে কর্মে জয়জয়কার অন্যদিকে রোজগারের চেষ্টা এই সময়েই জোটাতে হয়। সোনালি সময় সোনালী জীবনের হাতছানি। এ সময় হেলায় নষ্ট করার নয়। এই সময়কে সাফল্যের চাবিকাঠি বলা যায়।
এবার সাপ্তাহিক অনুষ্ঠান 'ঘটনার নেপথ্যে' সম্বন্ধে মতামত জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার ইরানবিরোধী মিথ্যা অপপ্রচারের আসল ঘটনা জানতে ও তার চুলচেরা বিশ্লেষণগুলি শুনে ঘটনার প্রকৃত ধারণা জানা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বিভিন্ন কৌশলে অন্য দেশের ঐক্যবদ্ধতা নষ্ট করে সেই দেশকে দুর্বল করতে চায়। এখন সবাই বুঝে গেছে তাদের ফাঁদে পা না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাতে অনেক বাস্তবতা আছে। সে নিন্দা করে বেড়ায় মানবাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের ব্যাপারে নিজেকে বড় করে দেখায়। বাস্তবে সেসব কখনোই দেখা যায় না। তার কারণ জানতে শুনতেই হবে ঘটনার নেপথ্যে অনুষ্ঠান।
শেষ ত্রাণকর্তা অনুষ্ঠানে ইমাম মাহদি আলাহিস সালামের পুনরার্বিভাব সম্পর্কে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যকার মিল ও অমিল খুঁজে পাওয়া যায়। তাতে এটাই প্রমাণিত হয় সব ধর্মেই এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা রয়েছেন। মানব ইতিহাসে আল্লাহকে স্থান না দেওয়া নিজের অস্তিত্বকে অস্বীকার করা। বর্তমান সভ্যতা ধ্বংসের মুখে। একদিন এমন পরিস্থিতি হবে যখন মানুষে মানুষে বিভেদ, হিংসা, দ্বেষ, সমগ্র সভ্যতাকে শেষ হওয়ার মুখে দাঁড় করাবে। এবং তখনই পুনরার্বিভাব ঘটবে ইমাম মাহদি আলাহি সালামের শেষ ত্রাণকর্তা হিসেবে। জগতের ব্যাপক পরিবর্তন ঘটবে এই সময়ে। কেয়ামতের দিনে সবার বিচার হবে আল্লাহর কাছে। তা হবে ন্যায়ের প্রতিষ্ঠা। সত্যের জয় নিশ্চিতরূপে হবে। মুমিনদের চিরস্থায়ী সুখ ও বেহেশত লাভ ঘটবে।
সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন দিক দিয়ে নানা কথাবার্তায় অনেক বাস্তব দিক উন্মোচন করে। আন্তরিকতার আবরণে সেসব দীপ্তকণ্ঠ অনেক অপ্রিয় সত্যের প্রকাশ ঘটিয়ে আলাপচারিতাকে করে তোলে সুন্দর ও সাবলীল বাস্তব।
একথা অনস্বীকার্য যে ইরানের স্বাধীনতার ইতিহাস তথা গৌরবময় ইসলামী বিপ্লবের ইতিহাস একথাই স্মরণ করিয়ে দেয় যে ইসলামী প্রজাতন্ত্র ইরান যুগে যুগে মহামানবদের ঐকান্তিক চেষ্টা ও আল্লাহর রহমতে উন্নতির শিখরে উঠবে তাতে আর সন্দেহ কী। বিশ্ববাসীর সামনে এখন ইরান শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। পশ্চিমা দেশগুলোর অপচেষ্টা ও মিথ্যাচার তার সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর পাল্টানো যাবে না। সে সর্বদা ঘরে ও বাইরে শান্তি ও মানবতার বার্তা বয়ে এনেছে। ইরানিদের শিক্ষা, চেতনা জ্ঞান ও প্রজ্ঞা যুগে যুগে দিয়ে গেছে অনন্ত সুখের সুলুক সন্ধান। ভাবতে ভালো লাগে এমন একটি দেশের কথা শুনে ও তার সাথে একাত্ম হতে পেরে। আমি ধন্য ও আপ্লুত।
ইরান এক তেজময় সূর্যের ন্যায় মধ্যগগণে বিরাজমান দীপ্তময় শিখা। যার আলোকে উদযাপিত শতকোটি প্রাণ। স্বপ্ন সুন্দর অমলিন চির সুন্দর রেডিও তেহরান বাংলা উন্মুক্ত সোনালী সম্ভার তার প্রাণবন্ত অনুষ্ঠানে যা সর্বদা পরিবৃত। তাতে অবগাহন করে আমরা আপ্লুত। ভালোবাসা আর বিশ্বাসের অপর নাম রেডিও তেহরান বাংলা। আট থেকে আশি সকল বয়সের শ্রোতাই আনন্দ উপভোগ করে থাকে অনুষ্ঠান শুনে। একজন প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেয় রেডিও তেহরান বাংলা। আমরা তাই তার প্রেমে পড়ে যাই। যার যত পঙ্কিলতা দুখ পবিত্র কুরআনের মহিমায় সব কেটে যায়। ইসলাম মানে শান্তি। সে প্রকৃতই শান্তির কথা বলে।
পরিশেষে রেডিও তেহরান বাংলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করি এবং অগণিত শ্রোতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
নমস্কারান্তে,
দেবাশীষ গোপ
পোস্ট: কুশমন্ডি
জেলা: দক্ষিণ দিনাজপুর
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৪