ডিসেম্বর ১৯, ২০২৩ ১৯:৪৬ Asia/Dhaka
  • 'পার্সটুডের টেলিগ্রাম চ্যানেলটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে'

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭/১২/২০২৩ তারিখ (রোববার) প্রচারিত বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত খুব ভালো লেগেছে। আসলে বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত অনেকের খুবই প্রিয় অনুষ্ঠান। অনেক শ্রোতা আছেন যারা শুধু এ দু'টি অনুষ্ঠান শোনার জন্যই রেডিও তেহরান শুনে থাকেন। এমনও অনেক শ্রোতা আছেন যারা বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত শোনা শেষ করে রেডিও শোনা বন্ধ করে দেন।

আসলে বিশ্বের সকল মানুষই রাজনীতি সচেতন। প্রতিটি মানুষ তার নিজের দেশের, পাশের দেশের কিংবা সারা দুনিয়ার সর্বশেষ খবর পেতে আগ্রহী। তারা সবসময় খবরের জন্য বিশ্বস্ত মাধ্যম খোঁজেন। রেডিও তেহরান তাদের সেই বিশ্বস্ত মাধ্যম।

বরাবরের মত ১৭ ডিসেম্বরের অনুষ্ঠানেও বাংলাদেশ, ভারত ও ফিলিস্তিন প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে। এ মুহূর্তে ফিলিস্তিন বিষয়ে খবরের প্রধান উৎস রেডিও তেহরান। বাংলাদেশের মানুষ খুবই ধর্মপ্রাণ এবং তারা তাদের ফিলিস্তিন ভাই-বোনদের খুব ভালোবাসেন। তাই তারা ফিলিস্তিন বিষয়ে বিস্তারিত খবর পেতে চান। আর এর প্রধান ও বিশ্বস্ত উৎস হলো রেডিও তেহরান ও পার্সটুডে।  

উল্লেখ্য যে, রেডিও, ওয়েবসাইট ছাড়াও রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে সম্প্রতি টেলিগ্রাম চ্যানেলেও খবর প্রচার করছে। প্রচুর খবর ও ছবি থাকায় টেলিগ্রাম চ্যানেলটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আমার মত অনেক শ্রোতা আজকাল নিয়মিত টেলিগ্রাম চ্যানেলে পার্সটুডের খবর দেখে ও পড়ে থাকেন। সম্প্রতি প্রতিদিন একশ'রও বেশি কন্টেন্ট পার্সটুডের টেলিগ্রাম চ্যানেলে আপলোড হচ্ছে। ফলে গাজার প্রতিটি মুহূর্তের প্রতিটি খবর আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকায় মনে হয়, আমরা যেন গাজায় বসে আছি, গাজার প্রতিটি ঘটনা অবলোকন করছি।   

টেলিগ্রাম চ্যানেলে পার্সটুডের শ্রোতা-দর্শক-ভিজিটরের সংখ্যা দ্রুত বাড়ছে। অন্যদিকে ফেসবুক লাইভে শ্রোতা সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ রেডিও তেহরানের নিরপেক্ষ ও সহজবোধ্য খবর। এছাড়া খবরের বিশ্লেষণও শ্রোতাদের দারুণভাবে আকৃষ্ট করে।    
 
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ
কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

ট্যাগ