ডিসেম্বর ২১, ২০২৩ ১১:২৪ Asia/Dhaka
  • 'রংধনু আসর থেকে যে শিক্ষা পাই তা আমার বাস্তব জীবনে অনেক কাজে লাগে'

আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আশা করি রেডিও তেহরান বাংলা'র সকলে ভালো ও নিরাপদে আছেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। ব্যস্ততার কারণে নিয়মিত পত্র লেখা না হয়ে উঠলেও অনুষ্ঠান শুনতে চেষ্টা করি নিয়মিত।

রেডিও তেহরানের রংধনু আসর আমার একটি প্রিয় আয়োজন। আমি ও আমার পরিবারের ছোট বড় সকলে অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকি। অনুষ্ঠান থেকে যে শিক্ষা পাই তা আমার বাস্তব জীবনে অনেক কাজে লাগে।

কিছুদিন আগে রংধনু আসরে শিয়াল ও ছাগলের গল্প শুনেছিলাম। গল্পটি আমার বেশ ভালো লেগেছে।

গল্প থেকে দু'টি বিষয় শিখতে পারলাম। কাউকে ধোঁকা দেয়া কিংবা প্রতারণা করা যেমন যাবে না তেমনি প্রতারণার ফাঁদে পা দেয়াও ঠিক হবে না। ধোঁকাবাজদের ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, "তারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায় অথচ তারা বুঝতে পারে না যে, তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না।" অনুষ্ঠানের শেষ দিকে 'একটা পেন্সিল' শিরোনামের গানটি বেশ ভালো লেগেছে।

পরিশেষে সুন্দর আয়োজন উপহার দেয়ায় অনুষ্ঠান প্রযোজকসহ সকলকে অনেক ধন্যবাদ।

 

শুভেচ্ছান্তে,

 

শাওন হোসাইন

গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ

থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ