শ্রোতাদের মতামত
'ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের খবর ও সংবাদ বিশ্লেষণ ভালো লাগে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ৮ ডিসেম্বর শুক্রবার যেসব অনুষ্ঠান প্রচারিত হয়েছে সেগুলো হলো বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, সুন্দর জীবন, কথাবার্তা ও আলাপন। এগুলো মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা দৈনিক অনুষ্ঠান। ওইদিনের প্রতিটি নিয়মিত পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। অন্যদিকে সাপ্তাহিক পরিবেশনার সুন্দর জীবন ও আলাপন অনুষ্ঠান দুটিও আমার খুব ভালো লেগেছে।
সুন্দর জীবন অনুষ্ঠানে বহির্মুখী ও অন্তর্মুখী মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পেরেছি। বহির্মুখী মানুষ সাধারণত একা থাকতে পারে না। তারা সচরাচর মানুষের সাথে আড্ডা, ঘুরাফেরাই মগ্ন থাকে। তারা মেহমান বা পার্টিতে অংশ নিতে খুবই পছন্দ করে। বহির্মুখী মানুষ কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে এবং তারা যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের পাশের বা কাছের মানুষদের জানিয়ে কাজ করে। তারা বিশ্বের সবাইকে বন্ধু হিসেবে ভাবে। তাই সবার সাথে যোগাযোগ রাখতে ভালোবাসে। বহির্মুখী মানুষ উদ্যমী হয়ে থাকে।
অন্যদিকে অন্তর্মুখী মানুষ সম্পূর্ণই বিপরীত টাইপের। তারা একা একা কাজ করতে খুব ভালবাসে এবং মানুষের সমাগম থেকে দূরে থাকতে চায়।
শেষ প্রান্তিকে প্রচারিত হয় সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন। রেডিও তেহরানে আলাপন অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সাহেব সঠিক এবং সত্য কথা বলেছেন। বিশেষ করে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী মাহিয়া মাহি, হিরো আলম এবং নায়ক ফেরদৌসকে নিয়ে যে মন্তব্য করেছেন তার সাথে আমি একমত। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খুব সুন্দর কথা বলেছেন তিনি।
পরিশেষে বলতে চাই, রেডিও তেহরান ফিলিস্তিন-এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে যেসব খবর প্রচার করেছে ও সংবাদের বিশ্লেষণ করেছে সেগুলোও ভালো লেগেছে। এবং ভারতের হিন্দু-মুসলমানের পরিস্থিতি সম্পর্কে যেসব তথ্য প্রেরণ করেছেন এটাও ভালো লেগেছে। রেডিও তেহরান চলমান থাকুক এবং আরো এগিয়ে যাক।
ধন্যবাদান্তে,
আব্দুল কাদির
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ
গ্রাম: মঞ্জিলের কান্দা, ডাকঘর: মানিকখালী (২৩৩১)
উপজেলা: কটিয়াদী, কিশোরগঞ্জ– ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪