শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো কতটা গুরুত্বপূর্ণ তা লিখে বোঝানো যাবে না'
রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও সহযোগী এবং বিশ্বজোড়া রেডিও তেহরান বাংলা বিভাগের সকল শ্রোতা বন্ধু সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
রেডিও তেহরান বাংলা বিভাগ হচ্ছে আমার স্বপ্ন, আমার গর্ব, আমার জ্ঞানতরী, আমার কল্পনার সুবাসিত বাগান। রেডিও তেহরানের অনুষ্ঠান ভালো লাগে কারণ রেডিও তেহরান বাংলা বিভাগ আর্ত ও পীড়িত মানুষের কথা তুলে ধরে। রেডিও তেহরান একদিন মানবতা প্রতিষ্ঠার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবেই, তাতে দ্বিধা দ্বন্দ্বের কোনো স্থান নেই।
রেডিও তেহরান বাংলা বিভাগ বিশ্বের মিডিয়াগুলোর মাঝে তার আধুনিকতা, সর্বময় বৈচিত্রতা, সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর এবং বিনোদনের ফুলঝুরি হিসেবে যেভাবে অবিরাম গতিতে প্রসারিত করে চলেছে তেমনি আজীবন চলতে থাকবে এই আশা ও প্রত্যাশা।
রেডিও তেহরান বাংলা বিভাগ যেন আমাদের হৃদয়ের মনি, নয়নের আলো, বুকের শ্বাস, আনন্দের ঢেউ, জ্ঞানের পাহাড়, বিনোদনের ডিকশনারি, সত্যের মাইল স্টোন, তথ্যের পূর্ণতা, বন্ধুত্বের উত্তম মাধ্যম। আমি একদিন ও অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকি না। ১৯৯০-এর সূচনা লগ্ন থেকে নিয়মিত ভাবে অনুষ্ঠান শুনে আসছি এবং যোগাযোগ রেখে চলেছি। তবে মাঝে মধ্যে নানান কর্মব্যস্ততায় কিছুটা ছেদ পড়েছেই কিন্তু রেডিও তেহরান সবসময় হৃদয়ে স্থান নিয়েই আছে।
দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও সম্প্রচারকদের শ্রম ও মেধায় রেডিও তেহরান বাংলা বিভাগ হচ্ছে একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। সংবাদ, সংবাদভাষ্য ও বিশ্লেষণ, বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, বিনোদন, বিজ্ঞান-শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সমস্যা ও তার প্রতিকার এবং অগ্রগতি, কিশোর-কিশোরীদের উপযোগী তথ্য উপস্থাপনা, সঙ্গে গল্প ও গান, দুই বাংলায় প্রকাশিত জনপ্রিয় বাংলা দৈনিক পত্র-পত্রিকার বিস্তারিত খবর, গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ এবং সর্বোপরি বস্তুনিষ্ঠ ও তরতাজা বিশ্ব সংবাদসহ প্রতিদিন নানান ধরণের অনুষ্ঠান উপস্থাপন করছে অগণিত শ্রোতাদের উদ্দেশ্যে। রেডিও তেহরান বাংলা বিভাগে প্রচারিত সাপ্তাহিক আয়োজন সব মিলিয়ে এক কথায় বলতে গেলে অনবদ্য।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনের তেলাওয়াত, অনুষ্ঠান বিষয়ক ঘোষণা, চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে 'বিশ্ব সংবাদ'। বিশ্ব সংবাদের থাকে ঢাকা ও কোলকাতার দুই প্রতিনিধির টেলিফোন প্রতিবেদন, আন্তর্জাতিক ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের উপর পর্যালোচনা নিয়ে প্রাত্যহিক অনুষ্ঠান 'দৃষ্টিপাত', দুই বাংলায় প্রকাশিত জনপ্রিয় বাংলা দৈনিক পত্র-পত্রিকার খবরের শিরোনাম ও বিস্তারিত খবর এবং মাঝেমধ্যে জনাব সিরাজুল ইসলাম ভাইয়ের উপযোগী বিশ্লেষণ নিয়ে প্রাত্যহিক আয়োজন 'কথাবার্তা', আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান 'আলাপন', চলতি রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষণমূলক অনুষ্ঠান 'দর্পন', চিঠি পত্রের উত্তরের আসর 'প্রিয়জনের আসর', শিশু-কিশোর বন্ধুদের জন্য উপযোগী অনুষ্ঠান রংধনু আসর, সুঅভ্যাস গড়ার উপায় নিয়ে 'সুন্দর জীবন', ইমাম মাহদি (আ.)-এর আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান 'শেষ ত্রাণকর্তা', পবিত্র কুরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান 'কুরআনের আলো', ইরানের গল্পের পসরা নিয়ে 'গল্প ও প্রবাদের গল্প', স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান 'স্বাস্থ্যকথা', মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা 'অমর কিংবদন্তি ওমর খৈয়াম'- রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত হয় এমনি অসাধারণ মানের অনুষ্ঠান যেগুলি অত্যন্ত সময় উপযোগী, আকর্ষণীয়, বস্তুনিষ্ঠ মনোগ্রাহী এবং জ্ঞানবর্ধক। অনুষ্ঠানগুলো আমাদের চলমান জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা লিখে বোঝানো যাবে না।
তাছাড়া বছরের বিভিন্ন সময় বিশেষ দিবস উপলক্ষে রেডিও তেহরান বাংলা বিভাগ উপহার দেয় বেশ কিছু বিশেষ অনুষ্ঠান যা আমাদের মনকে ভরিয়ে দেয় ভালোবাসার স্পর্শে। আছে ভালো কিছু চমৎকার উপহার সামগ্রীসহ জ্ঞান যাচাইমূলক প্রতিযোগতা। আছে উপস্থাপক উপস্থাপিকাদের অসাধারণ মানের আন্তরিক পূর্ণ পরিবেশনা। সব মিলিয়ে সাপ্তাহিক অনুষ্ঠানমালা আমাদের অত্যন্ত প্রিয়।
বিশ্বব্যাপী রেডিও তেহরান বাংলা বিভাগের বস্তুনিষ্ঠ সর্বসাম্প্রতিক সংবাদ ভারত ও বাংলাদেশে বাঙালি শ্রোতাদের জন্য নির্ভরযোগ্য সংবাদের এক নিশ্চিত উৎস। আর সেই সঙ্গে রয়েছে বিভিন্ন বিষয়ে অজস্র তথ্য সরবরাহ। মাল্টি-মিডিয়ার এই যুগে রেডিও তেহরান বাংলা বিভাগ, বেতারের মাধ্যমে অগ্রনী ভুমিকা পালন করছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে। জীবনে চলার প্রতি ক্ষেত্রে রেডিও তেহরান বাংলা বিভাগের অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই। রেডিও তেহরান বাংলা বিভাগ বেতারের অতুলনীয়, বস্তুনিষ্ঠ, তথ্যপূর্ণ ও আকর্ষনীয় অনুষ্ঠানমালা আমাদের হৃদয় ও মনে নতুন আমেজ নিয়ে আসে। তাই রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠানমালা আমাদের সবার প্রাণের অনুষ্ঠান, আমাদের মনের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনের তেলোয়াত যেমন আমাদের মনে প্রশান্ত আনে, সাপ্তাহিক অনুষ্ঠানগুলি যেমন আমাদের জ্ঞানের ভান্ডারকে পূর্ণ করে তেমনি তরতাজা সংবাদ আমাদের চলমান বিশ্ব পরিস্থিতির আসল ও সত্য ঘটনা সমন্ধে অবগত করে।
আমাদের কাছে সমস্ত রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান জীবনের প্রতিদিনের আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুভূতি, সংসার-পরিজন, সর্বোপরি পারিবারিক মূল্যবোধের পরিমণ্ডলকে উপলব্ধি করার এক মহান আদর্শ ক্ষেত্র।
জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এই বেতার প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত চিত্তাকর্ষক ও উচ্চমানের। তুলনা বিহীন এই বেতারের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে সুন্দর, আকর্ষণীয়, জ্ঞানবর্ধক ও গঠনমূলক অনুষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে কোনো জুড়ি নেই। চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আবারও কথা হবে ইনশাআল্লাহ। ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। সুন্দর ও সুস্থ থাকবেন। আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো। খোদা হাফেজ।
মহ: হাফিজুর রহমান
চুপী মিলন সংঘ
গ্রাম ও পোস্ট: চুপী
ভায়া: পূর্বস্থলী, জেলা: বর্ধমান
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১০