'মনের টানেই প্রতিদিন রেডিও তেহরানে চিঠি লিখে থাকি'
(last modified Tue, 16 Jan 2024 09:04:43 GMT )
জানুয়ারি ১৬, ২০২৪ ১৫:০৪ Asia/Dhaka
  • 'মনের টানেই প্রতিদিন রেডিও তেহরানে চিঠি লিখে থাকি'

প্রিয় জনাব/জনাবা, চিঠির শুরুতেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম নেবেন। আশা করি তেহরানের হাড় কাঁপানো শীতের মাঝে আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও মাঘের শৈত প্রবাহের মাঝে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

প্রতিটি নিঃশ্বাস-প্রশ্বাসে যাঁদের কথা আমি ভাবি; যাঁদের কথা শুনে মনের খোরাক মিঠাই, তাঁদের কাছে কি চিঠি না লিখে আমি থাকতে পারি? কখনোই নয়। তাই তো মনের টানেই আমি প্রতি দিন আপনাদের কাছে চিঠি বা ই-মেইল পাঠিয়ে থাকি। যা ভালোবাসার নিদর্শন হিসেবে আমি আপনাদের স্মরণ করে থাকি। সে যাই হোক, নয় ছয় লিখে কাজ নেই। এবার আসা যাক, আপনাদের প্রচারিত ও পরিবেশিত অনুষ্ঠান প্রসঙ্গে। প্রতি দিনের মত আজকেও (১৫ জানুয়ারি) আমি যথারীতি প্রিয় বেতারের প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে পুংখানুপুংখ রূপে শ্রবণ করেছি। আপনাদের জ্ঞাতার্থে নিম্নে সবিস্তারে অনুষ্ঠান বিবরণী তুলে ধরছি। যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমি কতটা রেডিও তেহরানের অনুরাগী সক্রিয় শ্রোতা। আশা করি একটু কষ্ট সহকারে পড়ে নিবেন, তাহলে আমার শ্রম সার্থক হবে।

অনুষ্ঠানের শুরুতে ইরানের জাতীয় সঙ্গীত ; সূরা বাকারার ২৮৪-২৮৫ নং আয়াতের তেলওয়াত ও তর্জমা ; নাসির ভাইয়ের বলিষ্ঠ কণ্ঠে বিশ্ব সংবাদ, বিশ্ব সংবাদের মাঝে ঢাকা ও কলকাতা থেকে বিশেষ সংবাদ দাতাদের পাঠানো রিপোর্ট দু'টি ; সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে বাবুল আক্তার ভাইয়ের পাঠে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভার মধ্যে মতভেদের উপর পর্যালোচনাটি; ঢাকা থেকে বাদশাহ রহমানের পাঠানো বাংলাদেশে নয়া মন্ত্রীদের কর্মচাঞ্চল্যের উপর রিপোর্টটি এবং প্রাত্যহিক 'কথাবার্তা' নামক অনুষ্ঠানে আশরাফুর রহমান ভাইয়ের পরিবেশিত ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান জাতীয় দৈনিক ই-পত্র পত্রিকা গুলোর শিরোনাম ও গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিস্তারিত আর ঢাকা থেকে জনাব সিরাজুল ইসলাম সাহেবের দু'টি গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ শুনে চলমান বিশ্বের ঘটনা প্রবাহের তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ খবরা-খবর জেনে আমার ভীষণ ভালো লেগেছে।

আজকে রেডিও তেহরানের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান গাজী আব্দুর রশিদ ভাই, আকতার জাহান আপা ও আশরাফুর রহমান ভাইয়ের সুনিপুন উপস্থাপনায় 'প্রিয়জন' আসরের শুরুতে আশরাফুর রহমান ভাইয়ের পরিবেশনায় হযরত ইমাম জাফর সাদিক (আ.) এর বাণীটিতে খাঁটি ইমানদার উত্তেজিত হয়ে তাকওয়ার সীমা লংঘন করে না এবং কারো স্বার্থে বা অনুকুলে কিছু করে না। ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের প্রাপ্য অংশের বেশি নেয় না। একজন প্রকৃত ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্যগুলো জেনে খুবই উপকৃত হলাম।

ভারত বাংলাদেশের জ্ঞানী-গুণী শ্রোতাবন্ধুদের লিখা সুন্দর সুন্দর ই-মেইলগুলোর জবাব ; আমার লিখা ই-মেইলটি পাঠ; রেডিও তেহরানের মনিটর জনাব শাহাদত হোসেন সাহেবের অডিও বার্তা; ডিএক্সার বন্ধুদের পাঠানো রিসেপশন রিপোর্ট প্রাপ্তি সংবাদ এবং সব শেষে বাউল শিল্পী বাসু দেব বাউলের চমৎকার কণ্ঠে 'একদিন মাটির ভিতর হবে ঘর রে " শিরোনামে জনপ্রিয় ফোক গানটি শুনে দারুণভাবে মুগ্ধ ও খুশি হয়েছি।

আজকে উপরিক্ত সব তথ্যবহুল, সময়োপযোগী, জ্ঞানবর্ধক, মনোগ্রাহী ত্রুটিমুক্ত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি দানব বাহিনীর বর্বারোচিত নৃশংস হামলার আপডেট নিউজগুলো সরবরাহ করার জন্য প্রিয় বেতারের নিরলস পরিশ্রমী প্রাণপ্রিয় কর্মী ভাই-বোনদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী চিঠিতে আবারো কথা হবে ইনশা'ল্লাহ।

 

আপনাদেরই গুণমুগ্ধ সিনিয়র শ্রোতাবন্ধু

মোখলেছুর রহমান

খাদিমপুর বাজার, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

 

ট্যাগ