'হযরত আলী (আ.)’ যেমন ছিলেন পার্সটুডেতে সেভাবেই তুলে ধরা হয়েছে'
(last modified Sat, 27 Jan 2024 11:37:01 GMT )
জানুয়ারি ২৭, ২০২৪ ১৭:৩৭ Asia/Dhaka
  • 'হযরত আলী (আ.)’ যেমন ছিলেন পার্সটুডেতে সেভাবেই তুলে ধরা হয়েছে'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আহলে বাইত (আ.)-এর অন্যতম সদস্য আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আমার এবারের চিঠি। প্রতিবারের মত এবারও রেডিও তেহরান-এর অনলাইন সংস্করণ পার্সটুডেতে হযরত আলী (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত লেখা প্রকাশিত হয়েছে যা আমাকে বেশ আলোড়িত করেছে।

পিতা দিবস: আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)’র পবিত্র জন্মবার্ষিকী’ শিরোনামে পার্সটুডেতে প্রকাশিত লেখাটিতে আমিরুল মু’মিনিনকে এমনভাবে তুলে ধরা হয়েছে ঠিক যেমনটা তিনি ছিলেন। পার্সটুডে যেভাবে গুরুত্ব সহকারে বাংলায় সহজবোধ্যভাবে হযরত আলী (আ.) সম্পর্কে লেখা অতীতে প্রকাশ করেছে এবং বর্তমানে করে যাচ্ছে সেজন্য রেডিও তেহরান এর কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হযরত আলী (আ.) সম্পর্কে নির্ভুল তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং লেখা অন্য কোন গণমাধ্যমে তেমন একটা পাওয়া যায় না। যেমনটা রেডিও তেহরান এবং পার্সটুডেতে পাওয়া যায়।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) তাঁর উত্তরাধিকারী হিসেবে যে আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) কে নির্বাচিত করে গেছেন তা ২০২২ সালের ১ ডিসেম্বর ‘ইসলামের দিকে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রথম গণদাওয়াত’ সম্পর্কিত রংধনু আসরের পর্বটি থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়। যা আহলে বাইত (আ.)-প্রেমী প্রত্যেকটি মানুষের জন্য খুবই শিক্ষণীয়।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন- ‘হে আমার আত্মীয়বর্গ! আমি আপনাদের জন্য উভয় জগতের কল্যাণ নিয়ে এসেছি। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি আপনাদের আল্লাহর ইবাদত করার দিকে আহ্বান জানাই, তাওহীদের প্রতি আহ্বান জানাই। এ কাজে কে আমাকে সাহায্য করবেন? কে আমার ভাই হবেন? আমার পরামর্শক ও আমার নির্দেশ বাস্তবায়নকারী, আমার উত্তরাধিকারী হবেন?’ আবারও সবাই নীরব। কেবল আলী (আ.) উঠে দাঁড়ালেন; এবার আরও দৃঢ়কণ্ঠে বললেন, ‘হে আল্লাহর নবী! আমি আপনাকে সাহায্য করতে তৈরি। আমি আপনাকে আপনার সকল ইচ্ছে পূরণে সহায়তা করব।’

তারপর সকল অতিথিকে অবাক করে দিয়ে নবী (সা.) আলী (আ.)-এর হাত ধরলেন এবং তার সহায়তা করার ওয়াদা গ্রহণ করলেন। তারপর তিনি অতিথিদের দিকে ফিরলেন ও বললেন : ‘এ যুবক আমার ভাই, পরামর্শক, নির্বাহী এবং আমার উত্তরাধিকারী। এর কথা শোনো এবং এর কথা মেনে চলো।’

যেখানে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর চাচা আবু লাহাব সর্বদাই যেখানে ইসলামের বিরোধিতা করেছেন এবং ষড়যন্ত্র করেছেন সেখানে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর অত্যন্ত বিশ্বস্ত ছিলেন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)। হযরত আলী (আ.) এর দৃঢ়চেতা মনোভাব রাসূল (সা.)-এর ইসলামী দাওয়াতের কাজকে আরও এগিয়ে নিয়ে গেছেন।

আবারও সে কথাটি বলতে হয়, যে কথাটি বলেছিলেন ভারত উপমহাদেশের বিশিষ্ট সূফী সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মুঈনউদ্দিন চিশতী (র.)। খাজা বাবা বলেছেন, সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব তেমনি বর্ণনার মাধ্যমে হযরত আলী (আ.)'র গুণাবলী তুলে ধরাও অসম্ভব।

পরিশেষে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) মনোনীত আহলে বাইত (আ.)-এর প্রতি জানাই লাখো কোটি সালাম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর সফলতা কামনা করছি। মহান আল্লাহ সোবহানাহু তা আলা ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান সংশ্লিষ্ট সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন।

 

শুভেচ্ছান্তে

 

এস. এম. হৃদয় রহমান

ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী 

গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা 

ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

ট্যাগ