মার্চ ০৬, ২০২৪ ১৫:০৭ Asia/Dhaka
  • রেডিও তেহরানের কয়েকটি প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত

মাননীয় জনাব/জনাবা, পত্রের শুরুতে সালাম ও শুভেচ্ছা নেবেন। আশাকরি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বেশ কিছুদিন ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছি। আজ‌ও নিয়মিত তা অব্যাহত আছে। একদিন অনুষ্ঠান না শুনলে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় শোনা থেকে বঞ্চিত হয়েছি। সেজন্য পারতপক্ষে অনুষ্ঠান শোনা বন্ধ করি না।

তেহরান বেতারের অনুষ্ঠান শোনার মজাই আলাদা। সব বয়সের, বিভিন্ন পেশার শ্রোতাদের জন্য অনুষ্ঠান প্রচার হয়। শিশু-কিশোর, ছাত্র-শিক্ষক, তরুণ-যুবা, চাকরিজীবী, রাজনীতিবিদ, ধর্মপ্রাণ মুসলমান সকলেই এখানে পাবেন তার আকাঙ্ক্ষিত রসদ।

ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অনুষ্ঠান- শুরুতে প্রাত্যহিক পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বাংলা তর্জমা, সাপ্তাহিক কুরআনের আলো পরিবেশনাটি থেকে বিভিন্ন আয়াতের তেলাওয়াত, শেষ ত্রাণকর্তা অনুষ্ঠানে ইমাম মাহদী (আ.)-এর আগমন উপলক্ষে আলোচনা, শিশু ও কিশোরদের জন্য আছে রংধনু এবং  গল্প ও প্রবাদের গল্প। রংধনু অনুষ্ঠানে শিশু, কিশোররা অংশগ্রহণ করে তাদের প্রতিভাকে তেহরান বেতারের শ্রোতাদের সামনে তুলে ধরার সুযোগ পায়। যুবক ও তরুণ ও চাকরিজীবীদের আছে সোনালী সময়, সমাজের বিভিন্ন পেশার ও বয়সের মানুষদের জন্য সুন্দর জীবন, সাপ্তাহিক স্বাস্থ্যকথা অনুষ্ঠানে বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার বাবুদের অভিজ্ঞতা ও চিকিৎসা নিয়ে আলোচনা।

কথাবার্তা'র প্রাত্যহিক অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় কয়েকটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ থেকে প্রধান প্রধান খবর নিয়ে আলোকপাত এবং আন্তর্জাতিক ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ যেকোনো দু'টি ঘটনাবলী নিয়ে বিশেষজ্ঞ সিরাজুল ইসলাম সাহেবের বিশ্লেষণ বা পর্যালোচনা।

প্রাত্যহিক অনুষ্ঠান দৃষ্টিপাতে প্রথমটি আন্তর্জাতিক এবং শেষটি মূলতঃ বাংলাদেশের প্রধান ঘটনাবলী নিয়ে সংবাদভাষ্য পরিবেশিত হয়। প্রতিদিনকার বিশ্বসংবাদে বিশ্বের ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও টাটকা বিশ্বসংবাদ এবং দুই বাংলা তথা ভারতের প্রধান ঘটনাবলী নিয়ে স্থানীয় সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট সহজেই নজর কাড়ে।

ঘটনার নেপথ্যে অনুষ্ঠানটি শুনলে পশ্চিমা দেশগুলো এশিয়া তথা আরব দেশগুলোর সংবাদকে কিভাবে অতিরঞ্জিত করে এবং তা আন্তর্জাতিকস্তরে প্রচার করে দেশটিকে হেয় করার ঘৃণ্য চক্রান্ত শ্রোতারা জানতে পারি। সাহিত্য, বিজ্ঞান বা দর্শন জগতের বিশিষ্ট ব্যক্তিদের (যেমন সাহিত্যিক অমর কিংবদন্তি ওমর খৈয়াম, আন্তর্জাতিকস্তরে এই সাহিত্যিকের নাম সুপরিচিত) যে দেশের সাহিত্যিক, বিজ্ঞানী বা দার্শনিক সেই দেশের বেতার থেকে তাঁদের সম্পর্কে অনুষ্ঠান সম্প্রচার হলে পুঙ্খানুপুঙ্খ অনেক বিষয় জানা যায়।

আমার অনুষ্ঠান শুনে যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে উপরোক্ত মতামত আমি প্রেরণ করলাম। পত্রটি 'প্রিয়জন' আসরে পাঠ করলে এবং ফেসবুকের শ্রোতা মতামতে প্রকাশ করলে আমি আরো অনুপ্রাণিত হবে, এই কথা জানিয়ে লেখা শেষ করলাম। সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি।

 

তপতী সরকার

হটুদেওয়ান নাগেরপাড়া, ডাক-বর্ধমান

জেলা-পূর্ব বর্ধমান-৭১৩১০১, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

 

 

ট্যাগ