বর্ধিত কলেবরে নতুন আঙ্গিকের প্রিয়জন সম্পর্কে মতামত
প্রিয় মহোদয়, আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজ (২৮/০৯/২০২০, সোমবার) রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান থেকে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন বর্ধিত আকারে প্রচার হওয়ার কথা ছিল। শ্রোতাদের দীর্ঘদিনে দাবি পুরণ হওয়ায় খুব খুশিতে ছিলাম। তাই বিকেল থেকেই মনটা আনচান করছিল, কখন অনুষ্ঠান শুরু হবে। ম্যাসেঞ্জার গ্রুপ প্রিয়জনে ঢু মেরে দেখলাম, আমার মত অনেকেই নতুন আঙ্গিকের প্রিয়জন শোনার জন্যে অপেক্ষা করছেন।
অন্যান্য দিনের মত আজও যথাসময়ে রেডিও তেহরান বাংলা বিভাগের সান্ধ্য অধিবেশন শুরু হয়। নিয়মানুযায়ী পবিত্র কুরআন থেকে তেলওয়াতের পর অনুষ্ঠান সূচি বলে দেয়া হল। এরপর প্রচারিত হল বিশ্বসংবাদ। রেডিও তেহরানের বিশ্বসংবাদ আমার খুবই প্রিয়। সারা দুনিয়া, বিশেষত ইরান, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য ও এশিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলোর জন্যে রেডিও তেহরানের বিশ্বসংবাদের উপর আমি নির্ভর করি। কিন্তু আজ বিশ্বসংবাদ শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল, কখন খবর শেষ হবে।
শুধু তাই নয়, বিশ্বসংবাদের পর যখন দৃষ্টিপাত শুরু হল, তখন মনটা একটু খারাপই হয়ে গেল। মনে হচ্ছিল, আজ যদি দৃষ্টিপাত না থাকত, তাহলে কতইনা ভালো হতো। অথচ অন্যদিন এই দৃষ্টিপাতের প্রতিবেদনগুলোর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করি। কেননা খবরের ভিতরের খবরগুলো জানতে পারি দৃষ্টিপাত থেকে। যাই হোক, একসময় অপেক্ষার অবসান হল, শুরু হল শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। বর্ধিত কলেবরে নতুন আঙ্গিকে প্রিয়জন। সামাজিক যোগযোগ মাধ্যম থেকে জানতে পারলাম, এতক্ষণে অপেক্ষমান শ্রোতারা বুক ভরে নিঃশ্বাস নিলেন।
বর্ধিত কলেবরে নতুন আঙ্গিকে প্রচারিত প্রথম প্রিয়জনের উপস্থাপনায় ছিলেন বরাবরের মতই শ্রোতাদের অতি প্রিয় নাসির মাহমুদ, আকতার জাহান ও আশরাফুর রহমান। উপস্থাপকত্রয়ীর সাবলীল উপস্থাপনায় আজকের আড্ডাটা খুবই জমেছে। সেজন্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
প্রিয়জনের ঐতিহ্য অনুযায়ী আজও একটি হাদিস দিয়েই অনুষ্ঠান শুরু হয়। উক্ত হাদীসের আলোকে আমরা যেন পবিত্র রোজগার ও সুন্দর চরিত্রের অধিকারী হতে পারি, সে স্বপ্নই দেখি। হাদিসের পর প্রিয়জন সম্পর্কে কিছু তথ্য জানিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। আজকের অনুষ্ঠানের প্রথম চিঠিটি ছিল ভারতের ছত্তিশগরের বন্ধু আনন্দ মোহন বাইনের। এরপর যথাক্রমে কিশোরগঞ্জের মোঃ শাহাদত হোসেন (আমি নিজে), পঞ্চগড়ের মোঃ জুয়েল, রংপুরের এ টি এম আতাউর রহমান রঞ্জু, বগুড়ার মোঃ সাইফুল ইসলাম, ঠিকানাবিহীন মোজাম্মেল হক, ঢাকার এম জামাল আহমেদ সুবর্ণ, নরসিংদীর মোঃ হোসাইন মুসা এবং যশোরের মোঃ নুরুল ইসলাম ভাইয়ের চিঠি ছিল। তাদের বৈচিত্রময় চিঠি পড়ার সাথে সাথে আপনারা আপনাদের নিজেদের মতামতও দিচ্ছিলেন। সেজন্যে আড্ডাটা বেশ প্রাণবন্ত হয়ে উঠছিল। চমৎকার একটি প্রিয়জন উপহার দেওয়ায় রেডিও তেহরান বাংলা বিভাগের সংশ্লিষ্ট সবাকে ধন্যবাদ জানাই।
বিশেষ করে আগস্ট মাসে আমি শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় আতাউর রহমান রঞ্জু ভাই এবং রেডিও তেহরানের পক্ষে আপনারা উপস্থাপকত্রয়ী আমাকে অভিনন্দন জানিয়েছেন। সেজন্যে রঞ্জু ভাই ও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও ভারতের মুর্শিদাবাদের শ্রোতাবন্ধু এস এম জাকির হোসেনের সাক্ষাৎকার এবং অনুষ্ঠানের শেষে তৌহিদুল ইসলামের কণ্ঠে ‘শুধু ভালোবাসা’ শীর্ষক গানটি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে। এমন বৈঠকি একটি আড্ডা আমাদেরকে উপহার দেয়ার জন্যে রেডিও তেহরানকে আবারো ধন্যবাদ জানাই।
আজকের প্রিয়জন প্রায় কুড়ি মিনিটব্যাপী প্রচারিত হয়েছে। ফলে অনেক বেশি শ্রোতার চিঠি পড়ার পাশাপাশি আপনাদের নিজস্ব মতামত প্রকাশেরও সুযোগ হয়েছে। সুতরাং বর্ধিত কলেবরে প্রিয়জন সফল বলেই মনে করি। এছাড়া আপনাদের মতামত, গান নতুন আঙ্গিকের প্রিয়জনকে আরো প্রিয় করে তুলেছে। আশা করি ভবিষ্যতে কখনো শ্রোতার প্রশ্নের উত্তর, গান, কবিতা, গজল, কৌতুক প্রিয়জনকে আরো মহামান্বিত করবে।
এতসব প্রাপ্তির মাঝে একটু বেদনাও আছে। জানতে পারলাম, এখন থেকে প্রিয়জন সপ্তাহে একদিন প্রচারিত হবে। কিন্তু আমরা যে সপ্তাহে দু’দিনই প্রিয়জনকে চাই। একদিনে আমাদের আকাঙ্ক্ষা মিটে না। অবশ্য সামাজিক যোগযোগ মাধ্যমে আশরাফুর রহমান ভাই বলেছেন, নতুন ফার্সি বছর থেকে প্রিয়জন আবারো সপ্তাহে দু’দিনই হতে পারে। তাঁর কথা যেন সত্যি হয়, বাস্তবে রূপ নেয়, সে প্রত্যাশাই করি।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮