বর্ধিত কলেবরের 'প্রিয়জন' ও 'কথাবার্তা' অনুষ্ঠান সম্পর্কে তাৎক্ষণিক মতামত
https://parstoday.ir/bn/news/letter-i83812
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
অক্টোবর ১২, ২০২০ ২৩:৪৭ Asia/Dhaka
  • বর্ধিত কলেবরের 'প্রিয়জন' ও 'কথাবার্তা' অনুষ্ঠান সম্পর্কে তাৎক্ষণিক মতামত

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা। আজ ১২/১০/২০২০ তারিখের সাপ্তাহিক পরিবেশনা "প্রিয়জন"-এর বর্ধিত ও নব কলবরে নতুন একটি পর্ব শুনলাম। অনুষ্ঠানের শুরুতেই ভাই আশরাফুর রহমানের কাছ থেকে মূল্যবান একটি হাদীস শুনলাম, যার বর্ণনা ছিল এমন- "শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন (আ.) বলেছেন, “শাস্তির ভয় কিংবা পুরস্কারের লোভে যে ইবাদত- তা ব্যবসায়ী বা দাসত্বের ইবাদত। সর্বোত্তম ইবাদত হল- শোকর আদায়ের ইবাদত এবং এই ইবাদত হল মুক্ত মানুষের ইবাদত।

সত্যি এ এক চিরন্তন দর্শন।

আমরা সবাই স্রষ্টার ইবাদত করি ফলের আশায়; সে পুরস্কারের আশায় অথবা শাস্তির ভয়ে। কিন্তু এরকম দর্শন একমাত্র জান্নাতের যুবকদের সর্দারের মাধ্যমেই পাওয়া সম্ভব। তাই তো তরবারির উপর রক্তের বিজয় নিশ্চিত করেছেন তিনি; ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আছেন আমাদের হৃদয়ে। মহান আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছেন নিজের জীবন, হকের পক্ষে ও বাতিলের বিরুদ্ধে। কৃতজ্ঞতা জানাই হে বিপ্লবী বীর, সালামুন আলাইকুম!

আজকের প্রিয়জন-এর শুরুতে মূল্যবান হাদীসের বাণীটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শাস্তির ভয়ে বা পুরস্কারের লোভে নয়; ইবাদত হবে মহান আল্লাহ'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে। ধন্যবাদ আশরাফুর রহমান ভাই।

আজকের "প্রিয়জন"-এ চিঠিপত্রের জবাব দানের পাশাপাশি, ইরান প্রবাসী বাংলাদেশের শ্রোতা বন্ধু আশিকুর রহমানের সাক্ষাৎকার ও সুন্দর স্মরচিত আবৃত্তি বেশ ভালো লেগেছে। সেইসাথে অনুষ্ঠানের শেষ পর্বে বাংলা নাতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বেশ সুন্দর ছিল। তবে গানের মধ্যে যন্ত্র সঙ্গীতটি ইসলাম সম্মত নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। জানি না এটা আমার ভুলও হতে পারে। তবে আমি এ যাবৎ যে সকল নাতে রাসূল (সা.) বা ইসলামী সংগীত শুনেছি, তার music এর সাথে এটা মেলাতে পারছি না। তাই আমার এটা মনে হলো। আশা করি উত্তর দিয়ে বাধিত করবেন।

পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান 'কথাবার্তা'য় বিশ্লেষক ভাই সিরাজুল ইসলাম বরাবরের মতোই আজও চমৎকার বিশ্লেষণধর্মী পরিবেশনা উপহার দিলেন।

মধ্যপ্রাচ্য নিয়ে নানা ঘটমান পরিস্থিতির পর্যালোচনা ও পূর্বাভাস সিরাজ ভাই-এর বিশ্লেষণ আমার বরাবরই খুব পছন্দের। যখনই কোন ঘটনা ঘটে, তখনই অপেক্ষায় থাকি সিরাজ ভাই এ বিষয়ে কী বলবেন তা শোনার জন্যে। বিশেষ করে বড় শয়তান আমেরিকার সন্ত্রাসী হামলায় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরান কেমন পদক্ষেপ নিতে পারে, এ বিষয়ে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ ছিল অনবদ্য। আমি বরাবরই রেডিও তেহরানের নিউজের দিকে নজর রাখি।

শুভ কামনা রইল সিরাজ ভাই এর জন্যে।

ধন্যবাদ এ ধরনের পরিবেশনা উপহার দেবার জন্যে।

সবশেষে একটি প্রশ্ন ও অনুরোধ: ইরানের ধর্মীয় নগরী কোম শহর সম্বন্ধে জানতে চাই। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ে এই শহরের ঐতিহাসিক গুরুত্ব কতটা?

সবাই ভালো ও সুস্থ থাকুন। ধন্যবাদান্তে,

 

নাজিম উদ্দিন

ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা সংঘ

গ্রাম ও ডাক: বারুইপাড়া

জেলা মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।