'রেডিও তেহরান সত্য, নিরপেক্ষ এবং তরতাজা সংবাদ প্রচারে বিশ্বাসী'
বর্তমান বিশ্বে রেডিও তেহরানের প্রয়োজনীয়তা বহুমুখী। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবরাখবর প্রচারের এমন মাধ্যম আর দ্বিতীয় নেই। রেডিও তেহরান ইরানের চিন্তাধারার তথা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার একখানি স্বচ্ছ দর্পণ। শুধু ইরান নয়, ইসলামী বিশ্বের প্রকৃত সংবাদ রেডিও তেহরান। তাই সমাজ গঠনে রেডিও তেহরানের দান অস্বীকার করা যায় না। আধুনিক গণজীবনে রেডিও তেহরানের অপরিসীম প্রভাব সেই সত্যই প্রকাশ করে।
আজকাল অনেক বেসরকারি বেতার কেন্দ্র আছে যেগুলি রাজনৈতিক গোষ্ঠীভুক্ত অথবা কোনো না কোনো আদর্শবাদের প্রচারক। রেডিও তেহরান ইরানের রাষ্ট্রীয় বেতার। ইরান একটি ইসলামিক শান্তিকামী রাষ্ট্র। তাই রেডিও তেহরানের মাধ্যমে কুসংস্কারমুক্ত ইসলামের চিন্তাধারার প্রকাশ যেমন দেখি তেমনি বিশ্ব শান্তির বাণী প্রচারিত হয়।
রাষ্ট্রীয় বেতার সবসময় নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এমনটা নাও হতে পারে। অনেক রাষ্ট্রীয় বেতারই নিজ নিজ দেশের পররাষ্ট্রনীতি মোতাবেক সংবাদ পরিবেশন করে থাকে। একমাত্র রেডিও তেহরান সত্য, নিরপেক্ষ এবং তরতাজা সংবাদ প্রচারে বিশ্বাসী। আর সে কারণেই রেডিও তেহরানের বিশ্বসংবাদ, সংবাদভাষ্য ( দৃষ্টিপাত) শ্রোতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে।
ধন্যবাদান্তে
বিধানচন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট,
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।