‘রেডিও তেহরান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রণ’
আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। আমি প্রতিদিনের অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং ইরানসহ ইসলামিক সভ্যতাকে অনুভব করছি রেডিও তেহরানের ওয়েব পেইজ, ফেসবুক ও বাংলা অনুষ্ঠানের মাধ্যমে।
রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রণ। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং তরতাজা বিশ্বসংবাদ এবং ইরান, ভারত, বাংলাদেশসহ নানা দেশের গুরুত্বপূর্ণ চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রতিদিনের প্রতিবেদন, স্পট রিপোর্ট, আলোচনা, সাক্ষাৎকার আর আকর্ষণীয় ম্যাগাজিন অনুষ্ঠান- এক কথায় অনবদ্য। আমরা দারুণভাবে উপভোগ করি প্রতিটি পরিবেশনা। সেই সাথে আছে ছবিসহ জমজমাট তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট। আছে মতামত, প্রস্তাব ও সমালোচনার সুযোগ। সব মিলিয়ে তেহরান বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছ অত্যন্ত প্রিয়, দারুণ আকর্ষণীয়।
রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমাদের মনের অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান। আপনাদের মনোগ্রাহী অনুষ্ঠান আর ওয়েবসাইট আমাদের হৃদয় ও মনে নতুন আমেজ নিয়ে আসে। জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এই বেতার অত্যন্ত চিত্তাকর্ষক ও উচ্চমানের। তুলনাবিহীন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি।
আমাদের ক্লাবের সবার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন।
মহ: হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব.
পোষ্ট ও গ্রাম: চুপী, জেলা: পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।