‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ অনুষ্ঠান সম্পর্কে মতামত
(last modified Fri, 16 Apr 2021 08:41:14 GMT )
এপ্রিল ১৬, ২০২১ ১৪:৪১ Asia/Dhaka
  • ‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ অনুষ্ঠান সম্পর্কে মতামত

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ১৪ এপ্রিল বুধবার ছিল মাহে রমজানের প্রথম দিন। ওইদিন পবিত্র রমজান উপলক্ষে রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ শীর্ষক একটি ধারাবাহিক প্রচার শুরু হয়েছে। মাসব্যাপী এ ধারাবাহিকটি প্রচারিত হবে। পবিত্র রমজান উপলক্ষে এর তাৎপর্য ও মাহাত্ম্য বর্ণনা করে এরকম একটি অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।

'রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব এর প্রথম পর্বের উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ ও রেজোয়ান হোসেন। তাঁদের চমৎকার ও সাবলীল উপস্থাপনায় জানতে পারি যে, খোদায়ী রহমত ও বরকতের মাস পবিত্র রমজান। আমাদের জীবনে আবারো এমন একটি মাস উপহার দেয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, রমজান মাস শ্রেষ্ঠ মাস, বরকতের মাস, রহমতের মাস। এ মাসে তোমাদের সৎকাজ কবুল করা হবে, এমনকি এ মাসে ঘুম প্রার্থনার সমান। তাই সেই ব্যক্তি দুর্ভাগা, যে রমজান মাস পেল কিন্তু আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না।

অনুষ্ঠান থেকে আরো জানতে পারি যে, মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসুল (সা.) এ মাসের গুরুত্ব সম্পর্কে অনেকবার বলেছেনে। পবিত্র রমজানে যেসব কথা শোনা ঠিক নয়, সেসব শোনা থেকে বিরত থাকতে হবে। আর নামাজের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। তাই বেশি বেশি মোনাজাত করা উত্তম।

হে মানুষ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। রমজান মাসে নামাজ আদায়কারীকে কেয়ামতের দিন শাস্তির আজাব থেকে মুক্ত রাখা হবে। তাই এ পবিত্র মাসে আমাদেরকে মানব জীবনের কুপ্রবৃত্তিগুলো থেকে বিরত থাকতে হবে।

দারুণ শিক্ষণীয় ও সওয়াবের ভাগীদার হওয়ার উপযুক্ত এমন একটি অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগের প্রতি আবারো ধন্যবাদ জানাই।

 

ধন্যবাদান্তে

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।