প্রিয়জনের একটি আসর সম্পর্কে বিশ্লেষণধর্মী মতামত
https://parstoday.ir/bn/news/letter-i94570-প্রিয়জনের_একটি_আসর_সম্পর্কে_বিশ্লেষণধর্মী_মতামত
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালবাসা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি এবং রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি পছন্দ মতো ওয়েব পেজ, রেডিও, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। বলাই বাহুল্য প্রিয়জনের আসর সহ পুরো অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করলাম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৪, ২০২১ ১৭:৪৪ Asia/Dhaka
  • প্রিয়জনের একটি আসর সম্পর্কে বিশ্লেষণধর্মী মতামত

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালবাসা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি এবং রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি পছন্দ মতো ওয়েব পেজ, রেডিও, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। বলাই বাহুল্য প্রিয়জনের আসর সহ পুরো অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করলাম।

পবিত্র কুরআনের তেলওয়াত ও বাংলা তর্জমা, বিশ্বসংবাদ, দৃষ্টিপাতের পর প্রচারিত হলো আমাদের আকাঙ্ক্ষিত এবং আমাদের সকলের মনের অনুষ্ঠান সাপ্তাহিক প্রিয়জনের আসর। প্রিয়জনের শুরুতে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো নিয়ে খুবই চমৎকার মহানবী (সা. আ. সা.)'র একটি হাদিস শুনলাম। এই হাদিস অসুল করার চেষ্টা করব। এরপর প্রিয়জনের আসরে ইরানের নবতম প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়েসির বিজয় লাভ নিয়ে পাঁচজন শ্রোতাদের মতামত তুলে ধরা হলো l আর সাথে এই বিষয়ে বাংলাদেশের ১১ জন এবং ভারতের ৪ জন শ্রোতার প্রাপ্তি স্বীকার করা হলো।

আজ প্রিয়জনের আসরে একটা নতুনত্ব দেখলাম তাহলো ফেসবুক গ্রূপে লেখা মতামতকে গুরুত্ব দিয়ে তা প্রিয়জনের আসরে প্রচার করা হলো। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবতম প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রায়েসির বিজয় লাভে শ্রোতাদের মধ্যে যে খুশির হাওয়া বয়েছে তা মতামত শুনে বুঝতে পারলাম। আর আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার একটি মেল স্থান দেওয়ায়। তারপর অনুষ্ঠান নিয়ে তিনজন শ্রোতার মতামত তুলে ধরা হলো বাংলাদেশের নজরুল ইসলাম ও শাওন হোসেন এবং ভারতের নিজামুদ্দিন সেখ ভায়ের।

শ্রোতা সাক্ষাৎকারে রেডিও তেহরান বাংলা বিভাগের নতুন শ্রোতা হরিদাস রায়ের সাক্ষাৎকার শুনতে পেলাম। রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে IRIB FAN CLUB Bangladesh আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নাজমুল হকের লেখা পড়ে শোনানো হলো। আর শেষ অনুষ্ঠান নিয়ে লেখা শ্রোতাদের মধ্যে আর ৪ জনের প্রাপ্তি স্বীকার করা হলো। সব মিলিয়ে আজ নাম পেলাম ২৮ জনের। আর প্রিয়জনের শেষে বরাবরের মতো আজ একটি সুন্দর ও মনোমুগ্ধকর কবিতা উপহার পেলাম।

কবি কায়কোবাদ-এর লেখা শরীফ বায়জিদ মাহমুদের অসাধারণ পরিবেশনায় ‘আযান’ শিরোনামে কবিতা খুবই ভালো লাগলো। আযান কবিতা আমার এতো ভালো লেগেছে যে, আমি শুনে শুনে পুরো কবিতা লিখে রেখেছি। ভবিষ্যতে কবিতাটি পাঠ করে আপনাদের কাছে পাঠাব।

শ্রোতা মতামত, শ্রোতা সাক্ষাৎকার, রচনা প্রতিযোগিতার প্রবন্ধ এবং কবিতা  নিয়ে রেডিও তেহরানের অন্যতম প্রিয় অনুষ্ঠান প্রিয়জন আজ ধ্বনিত হলো। সুন্দর সুন্দর মতামত, আলোচনা ও পর্যালোচনা শুনে সমৃদ্ধ হলাম। সুন্দর আয়োজন আজকের এই প্রিয়জন।  উপভোগ্য ও আকর্ষণীয় প্রিয়জন উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয়জনের উপস্থাপক-উপস্থাপিকা এবং প্রযোজকের প্রতি। সুন্দর, আকর্ষণীয় ও উপভোগ্য অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের সবার প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আবারও কথা হবে, ইনশাআল্লাহ। আজকের মতো ইতি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ। 

 

মহ:  হাফিজুর রহমান

ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব

গ্রাম ও পোস্ট- চুপী, জেলা- বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।