রেডিও তেহরান বাংলা’র ফেসবুক গ্রুপ ফিরিয়ে দেওয়ার দাবি
https://parstoday.ir/bn/news/letter-i96882-রেডিও_তেহরান_বাংলা’র_ফেসবুক_গ্রুপ_ফিরিয়ে_দেওয়ার_দাবি
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ স্থানে থাকা 'আইআরআইবি' বাংলা বিভাগের (রেডিও তেহরান) ৯৪ হাজার সদস্যের একটি সুপ্রতিষ্ঠিত গ্রুপকে ফেসবুক কর্তৃপক্ষ নিস্ক্রিয় করে দিয়েছে কোনোরকম কারণ ছাড়াই। প্রযুক্তিময় জীবন যে গ্রুপে সত্য সংবাদ ও প্রকৃত তথ্য পেয়ে জীবনের রসদ খুঁজে পেতো সেই গ্রুপ এখন নিস্ক্রিয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৮:০৬ Asia/Dhaka
  • রেডিও তেহরান বাংলা’র ফেসবুক গ্রুপ ফিরিয়ে দেওয়ার দাবি

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ স্থানে থাকা 'আইআরআইবি' বাংলা বিভাগের (রেডিও তেহরান) ৯৪ হাজার সদস্যের একটি সুপ্রতিষ্ঠিত গ্রুপকে ফেসবুক কর্তৃপক্ষ নিস্ক্রিয় করে দিয়েছে কোনোরকম কারণ ছাড়াই। প্রযুক্তিময় জীবন যে গ্রুপে সত্য সংবাদ ও প্রকৃত তথ্য পেয়ে জীবনের রসদ খুঁজে পেতো সেই গ্রুপ এখন নিস্ক্রিয়।

কোনোরকম অসঙ্গতি, কোনোরকম অনিয়ম কিংবা গ্রুপ নীতির বাইরে কোনো তথ্য না পেয়েও যখন একটি বিশুদ্ধ গণমাধ্যমের সোস্যাল মিডিয়ার বৃহৎ গ্রুপকে নিস্ক্রিয় করে দেয়া হয়, তখন চোখে মুখে ভেসে ওঠে চরম অনিশ্চয়তা আর আশঙ্কার অশনি সংকেত।

এ যেন বিশ্ব মানবতাকে মুছে দেবার পরিকল্পনা! এ যেন সত্য ও সততার বুকে পেরেক ঠুকে দেয়া! এটা খুবই বেদনাময় ও দুঃখজনক ঘটনা। ৯৪ হাজার ভক্ত হৃদয়কে জখম করে দিয়ে ফেসবুক কী বোঝাতে চেয়েছে তা বোধগম্য নয়। গ্রুপের একজন সক্রিয় সদস্য হিসেবে আমার অনুরোধ- গ্রুপটিকে যেন ফিরিয়ে দেয়া হয়।

সব তো অন্ধকারে হয়েছে বিলীন

এই টুকু আলো বেঁচে থাক

বিশ্ব চরাচরে আসুক সুদিন।

 

বিনীত,

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম : পূর্ব নলছিয়া, পো : বিনোদটঙ্গী

থানা : মাদারগঞ্জ, জেলা : জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।