‘প্রিয়জন থেকে জানা যায় রেডিও তেহরানের সব অনুষ্ঠানের গুণগত মান’
https://parstoday.ir/bn/news/letter-i97812-প্রিয়জন_থেকে_জানা_যায়_রেডিও_তেহরানের_সব_অনুষ্ঠানের_গুণগত_মান’
জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। গত ২৮/৭/২০২১ তারিখে বাইক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে অনেক দিন আমার প্রিয় বেতার রেডিও তেহরান-এ লিখতে পারিনি। যদিও ফেসবুক লাইভে প্রায় দিনই অনুষ্ঠান শুনতাম। আজও (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠান শুনলাম। ভালো লাগল প্রিয়জন অনুষ্ঠান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৩:৪৭ Asia/Dhaka
  • ‘প্রিয়জন থেকে জানা যায় রেডিও তেহরানের সব অনুষ্ঠানের গুণগত মান’

জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। গত ২৮/৭/২০২১ তারিখে বাইক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে অনেক দিন আমার প্রিয় বেতার রেডিও তেহরান-এ লিখতে পারিনি। যদিও ফেসবুক লাইভে প্রায় দিনই অনুষ্ঠান শুনতাম। আজও (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠান শুনলাম। ভালো লাগল প্রিয়জন অনুষ্ঠান।

আসলে রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত মূল্যবান, চিত্তাকর্ষক ও জ্ঞানবর্ধক হলেও শ্রোতাবান্ধব অনুষ্ঠান প্রিয়জন আমার কাছে অত্যন্ত প্রিয়। এই অনুষ্ঠান থেকে জানতে পারা যায় সব অনুষ্ঠানের গুণগত মান। শ্রোতাদের ভালো লাগা না লাগা সবই ফুটে ওঠে প্রিয়জনের মধ্য দিয়ে। পাশাপাশি অনুষ্ঠানের মান উন্নয়নে শ্রোতাদের গুরুত্বপূর্ণ মতামত প্রতিফলিত হয়ে থাকে এই প্রিয়জনের মাধ্যমে। একইসাথে শ্রোতাদের নিজস্ব কণ্ঠে তার যেমন ব্যক্তি পরিচয় জানতে পারা যায় তেমনি জানতে পারা যায় অনুষ্ঠানের ওপর তার মূল্যবান মন্তব্য ও গঠনমুলক পরামর্শ। 

পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর আর্তনাদের কথা রেডিও তেহরান যেভাবে বিশ্বের দরবারে তুলে ধরে তেমনটা অন্য কোনো বেতার কেন্দ্র করতে পারেনি, অদুর ভবিষ্যতেও করতে পারবে কিনা সন্দেহ রয়েছে। যেসব দেশের সরকার বিশ্ব মজলুম জনগোষ্ঠীর দিকে সাহায্যের হাত বাড়াতে পারে না সেসব দেশের বেতার কেন্দ্র কেমনে প্রচার করবে তাদের আর্তনাদের কথা? 

আমি আশা করব অদুর ভবিষ্যতে রেডিও তেহরান আরও অগ্রগতি লাভ করবে। শ্রোতাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত ও মধুর করে বিশ্ব বেতার জগতে শ্রেষ্ঠ আসন লাভ করবে। শুভেচ্ছান্তে, 

 

নিজামুদ্দিন সেখ

সভাপতি,ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব 

গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া 

জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।