শ্রোতাদের মতামত
রেডিও তেহরান থেকে ২৭ সেপ্টেম্বর প্রচারিত ‘প্রিয়জন’ সম্পর্কে সার্বিক মূল্যায়ন
জনাব, আসসালামু আলাইকুম। শুরুতেই মহান আল্লাহ তায়ালার অশেষ প্রশংসা ও আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। রেডিও তেহরান-এর চিঠিপত্রের আসর প্রিয়জন-এর একটি পর্ব সম্পর্কে মতামত জানাতেই এই চিঠির অবতারণা।
গত ২৭ সেপ্টেম্বর রেডিও তেহরান থেকে সম্মানীয় আশরাফুর রহমান, গাজী আব্দুর রশিদ ও বোন আকতার জাহান-এর সুন্দর উপস্থাপনা ও পরিবেশনায় শুরু হয় সবার ভালোলাগার অনুষ্ঠান প্রিয়জন আসর।
সূচনাতেই আশরাফুর রহমান ভাই বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) একটি হাদিস শোনান। হাদিসটি হলো -"দুইটি জিনিস বিরল বিষয়- নির্বোধের কাছ থেকে প্রজ্ঞাময় কথা তার্গ্রহণ করবে আর প্রজ্ঞাবানের কাছ থেকে অশালীন কথা তা মার্জনা করবে।" সুন্দর হাদিসটি শুনে মন প্রাণ ভরে গেল এবং তা মেনে চলার জন্য প্রত্যয় গ্রহণ করলাম।
তারপর যথারীতি শুরু হলো শ্রোতাদের চিঠির উত্তর। প্রথমেই শুনতে পেলাম পদ্মাসেতুতে বারবার ফেরির ধাক্কা নিয়ে গোপালগঞ্জের শ্রোতা ফয়সাল আহমেদ শিপন ভাইয়ের সুচিন্তিত মতামত। তার পর প্রিয়জন আসর নিয়ে আমার একটি মতামত তুলে ধরা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও হাদিস পাঠ সম্পর্কে সিলেটের চাঁন মিয়া ভাইয়ের মন্তব্যের পর রেডিও তেহরান-এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইআরআইবি ফ্যান ক্লাব আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বোন শরিফা আক্তার পান্নার লেখাটি বেশ মনোযোগ সহকারে শুনলাম এবং উপভোগ করলাম।
এরপর বাংলাদেশের শ্রোতা বোন শামসুন্নাহার রুবার সাক্ষাৎকার শুনলাম। বেশ চমৎকার ও আকর্ষণীয় ছিল সাক্ষাৎকারটি। আমার মনে হয় রেডিও তেহরানে এই প্রথম কোনো মহিলা শ্রোতার সাক্ষাৎকার শুনলাম। মহিলা শ্রোতাও সাক্ষাৎকার দিতে এগিয়ে এসেছে জেনে মনটা উৎফুল্ল হলো। আহ্বান জানালাম আরও মহিলা শ্রোতাদের এগিয়ে আসতে।
রংধনু আসর সম্পর্কে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিধান চন্দ্র সান্যাল দা’র দারুণ অনুভূতিযুক্ত চিঠি শুনে ধন্য হলাম। ক্লাব কার্যক্রম-এর খবরাখবরে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের দুটি ক্লাবের তৎপরতার কার্যবিবরণী শুনে বেশ উৎসাহিত হলাম। দৃষ্টিপাত অনুষ্ঠান সম্পর্কে ভাস্কর পাল-এর সর্বশেষ চিঠির উত্তর শুনে ধন্য হলাম।
সময়ের অভাবে হরিদাস রায়, আফিয়া খানম জুলী, ভাই শাহাদাত হোসেন, রিফাত জামিল ইউসুফজাই ও হাফিজুর রহমান ভাই-এর পুরো চিঠি না পড়ে প্রাপ্তিস্বীকার করা হলো।
শেষে সুন্দর একটি গানের মাধ্যমে আজকের প্রিয়জন আসরের যবনিকা পড়লো।
সুন্দর অনুভবের মনমাতানো অনবদ্য অনুষ্ঠানটি উপহার দেবার জন্য রেডিও তেহরান-এর সকল কর্মকর্তা কলা-কুশলী, উপস্থাপক-উপস্থাপিকা, প্রযোজক, পরিচালক ও শ্রোতা বন্ধুদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক,
সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।