অক্টোবর ০৯, ২০২১ ১৫:৪৩ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের গল্প ও প্রবাদের গল্প আমাদের মনকে ছুঁয়ে গেছে'

জনাব ,আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ৫ অক্টোবর, মঙ্গলবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প। সবগুলো অনুষ্ঠান ভালো লাগলেও গল্প ও প্রবাদের গল্প আমাদের মনকে ছুঁয়ে গেছে।

গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে আজকের প্রবাদটি হল- শিয়ালের লেজ ফাঁদে পড়ে, চালাকির জেরে।

গল্পের সারসংক্ষেপ হল: এক কৃষকের একটি আঙ্গুর বাগান ছিল। তিনি তার খুব যত্ন নিতেন। কিন্তু একটি ধূর্ত শেয়াল আঙ্গুর বাগানে ঢুকে আঙ্গুর তো খেতই, অধিকন্তু কৃষকের বাগানটাও তছনছ করে দিত। কিন্তু কৃষক চেষ্টা করেও শেয়ালটিকে আটকাতে পারলেন না। চালাক শেয়াল কৃষকের সব কৌশল নষ্ট করে আঙ্গুর খেতেই লাগল।

অবশেষে অনেক বুদ্ধি করে কৃষক শেয়ালের পথে একটি গর্ত করে ফাঁদ পাতলেন। কিন্তু তাতেও লাভ হল না। পরে এক বৃদ্ধের পরামর্শে শেয়ালের পথে গোশত দিলেন, কিন্তু কৃষক তাতে বুদ্ধি করে বিষ মাখিয়ে দিলেন। কিন্তু তাতেও কোনো লাভ হল না। 

বৃদ্ধ তাকে নতুন পরামর্শ দিলেন। আবারো গোশত দেয়া হলো, কিন্তু শেয়াল খেল না। শেয়াল লেজ দিয়ে নাড়া দিয়ে গোশত সরাতে চাইল। আসলে বৃদ্ধের পরামর্শে কৃষক জানতেন যে, শেয়াল গোশত খাবে না, লেজ দিয়ে সরাবে। তাই তিনি সেভাবেই ফাঁদ তৈরি করলেন। শেয়ালও গোশত না খেয়ে লেজ দিয়ে সরাতে চাইল।  কিন্তু এবার কৃষকের ফাঁদে আটকা পড়ে গেল।

কৃষক পরদিন শেয়ালকে আটক হওয়া দেখে অবাক হলেন, খুশিও হলেন। তিনি শেয়ালটিকে বস্তায় বন্দী করে নিলেন। সেই থেকে প্রবাদ সৃষ্টি হল যে, শিয়ালের লেজ ফাঁদে পড়ে, চালাকির জেরে। 

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

২০৬/১ খড়ম পট্টি, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ