শ্রোতাদের মতামত
‘প্রিয়জন অনুষ্ঠানে শ্রোতাদের গঠনমূলক চিঠি শুনে নস্টালজিক হয়ে যাই’
মুহতারাম, আসসালামু আলাইকম। একরাশ প্রীতিময় শুভেচ্ছা নেবেন। আশা করি কুশলেই আছেন সবাই এবং কামনাও তাই।
পর সংবাদ: প্রিয় আঙিনায় আজ অনেক দিন পর লিখতে বসলাম। ঠিক আমি লিখতে বসলাম না, রেডিও তেহরানের নানান বৈচিত্র্যপূর্ণ বিনোদনে ভরপুর অনুষ্ঠানই আমাকে লিখতে বাধ্য করেছে। কিন্তু কী লিখব, কিভাবে লিখব আর কী দিয়ে লিখা শুরু করব তা কিছুতেই ভেবে পাচ্ছি না। তার কারণ হলো- আবেগ যেখানে প্রবল, ভাষা সেখানে অচল। প্রিয়জনে লিখার আনন্দে আমার সমস্ত ভাষা যেন আরব সাগরে হাবু্ডুবু খাচ্ছে সেখান থেকে ভাষাগুলো তুলে আনা যেন কষ্টকর। তারপরও ভাসা ভাসা চিত্রে যেটুকু প্রকাশ পেয়েছে তা কেবল সম্ভব হয়েছে রেডিও তেহরান শুনে।
গতকাল (১১/১০/২০২১) প্রচারিত রেডিও তেহরানের সমস্ত আয়োজন আমার মন কেড়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ঐ দিনের সবগুলো অনুষ্ঠান শুনে অনুপ্রাণিত হলাম। বিশেষ করে ঐ দিনের আয়োজনের মধ্যে ভীষণ ভালো লেগেছে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন। এক কথায় অনন্য ও অনবদ্য ছিল পূরো আয়োজন। শ্রোতাদের গঠনমূলক চিঠি শুনে নস্টালজিক হয়ে গেলাম। বিশেষ করে সাক্ষাৎকারপর্বে কিশোরগঞ্জের গিয়াস উদ্দিন ভাইয়ের সাক্ষৎকারটি আমার অসম্ভব ভালো লেগেছে। গিয়াস উদ্দিন ভাইকে জানাই প্রিয়জনের মাধ্যমে শান্তির অমীয়বাণী সালাম শুভেচ্ছা আর শুভ কামনা।
আমি ইরানের নদ-নদী সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
শাহজালাল হাজারী
কুয়েত সিটি, কুয়েত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।