মার্চ ২৫, ২০২২ ১৭:১৬ Asia/Dhaka

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

তাদের মধ্যে লেবাননের সর্বশেষ রাজনৈতিক অবস্থাসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। আজকের এই বৈঠকে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ জালাল ফিরোজনিয়াও উপস্থিত ছিলেন।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, সংসদ স্পিকার নাবি বেরি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বুহাবিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা নিয়ে কথা হয়।

লেবাননের স্পিকারের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ লেবাননের বিদ্যুৎ ও গ্যাস তথা জ্বালানি চাহিদা মেটাতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এ সময় স্পিকার নাবি বেরি বলেন, লেবাননে জ্বালানি পাঠিয়ে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু আমেরিকা এ ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনও পূরণ করেনি। তাদের মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও কথা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর শেষে গতকাল (বৃহস্পতিবার) লেবানন পৌঁছান।#    

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ