অক্টোবর ১৯, ২০২৩ ১৫:০০ Asia/Dhaka
  • ইহুদিবাদী হামলায় গাজার ২৫ হাসপাতাল ক্ষতিগ্রস্ত: ৩টি বন্ধ হয়ে গেছে

ইহুদিবাদী ইসরাইলি হামলায় গাজার অন্তত ২৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে ওই এলাকার ৩টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে ওই ৩টি হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এইসব হাসপাতালে স্বাস্থ্য সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

গাজার শোহাদা আল-আকসা হাসপাতালের পরিচালক আয়াদ আল-জাবারি এর আগে বলেছিলেন: এই এলাকার স্বাস্থ্য ও চিকিৎসা পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তাছাড়া চিকিৎসাকর্মী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবেও ব্যাপক ভোগান্তি হচ্ছে বলে তিনি জানান।

গাজা উপত্যকার আল-আহলি আরাব হাসপাতাল বেসামরিক স্থাপনা বিশেষ করে চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলি নির্বিচার হামলার একটিমাত্র উদাহরণ। সম্প্রতি ইহুদিবাদী সেনাবাহিনী এই হাসপাতালে বোমাবর্ষণ করেছে। ওই বোমা হামলায় হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনিদের মধ্যে ৭ শতাধিক শহীদ আহত হয়েছে সহস্রাধিক। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী বর্বর হামলায় ৬৫০ জনেরও বেশি হতাহত হয়েছে।

সর্বশেষ খবরে জানা গেছে ইহুদিবাদী সেনারা গাজার পশ্চিমে তেল-আল হাওইয়ার পার্শ্ববর্তী কুদস হাসপাতালসহ পার্শ্ববর্তী আবাসিক ভবনগুলোতে বোমাবর্ষণ করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ওই হাসপাতালে রোগীদের পাশাপাশি প্রায় ৮ হাজার বাস্তুচ্যুত এবং গৃহহীন মানুষও উপস্থিত ছিল।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ