মার্চ ০৭, ২০২৪ ১৯:২৬ Asia/Dhaka
  • গাজায় শহীদদের লাশ
    গাজায় শহীদদের লাশ

দখলদার ইসরাইলের সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে মিশরে যুদ্ধবিরতির আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

হামাসের প্রতিনিধিদল কায়রো থেকে চলে গেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সব ধরণের প্রচেষ্টা আটকে দিয়েছে বর্ণবাদী ইসরাইল।

দখলদার ইসরাইল ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কোনো শর্তই মেনে নিতে রাজি হয়নি। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং নিঃশর্ত ভাবে ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের নিজ ঘরবাড়িতে ফেরার সুযোগ দেওয়ার শর্ত দিয়েছিল হামাস।

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় নির্মম গণহত্যা অব্যাহত রেখেছিল দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৮৩ জন ফিলিস্তিনি শহীদ ও ১৪২ জন আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় গাজায় এ পর্যন্ত প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি শহীদ এবং আরও ৭২ হাজার আহত হয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসলেও পাষণ্ড ইসরাইল ও আমেরিকা যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ