এপ্রিল ০৫, ২০২৪ ১৪:২১ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি চুক্তি হতে বাধা দিচ্ছে নেতানিয়াহু: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ওসামা হামদান বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে বাধা সৃষ্টি করে যাচ্ছেন এবং তিনি গাজায় আটক ইসরাইলি বন্দিদের মুক্ত করতে মোটেও আগ্রহী নন।

যুদ্ধবিরতির আলোচনায় ইসরাইল সময়ক্ষেপণের যে অপকৌশল নিয়েছে তার স্বরূপ উন্মোচন করেন হামদান। তিনি বলেন, দখলদার শক্তি হামাসের দাবি প্রত্যাখ্যান করে নিজের অবস্থানে অটল রয়েছে। যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা, গাজা থেকে সকল সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেয়া এবং বন্দবিনিময় করার যে দাবি হামাস তুলে ধরেছে তা ফিলিস্তিনিদের অন্তরের দাবি। কিন্তু তেল আবিব তা মেনে নিতে রাজি হচ্ছে না।

হামাসের এই কর্মকর্তা বলেন, দখলদার শক্তি গণহত্যা ও অপরাধযজ্ঞ চালিয়ে যা অর্জন করতে পারেনি তা যুদ্ধবিরতির আলোচনা দীর্ঘায়িত করে অর্জন করতে চায়। কিন্তু তেল আবিবকে তা অর্জন করতে দেয়া হবে না।

ওসামা হামদান গাজার বিরুদ্ধে ইসরাইলের চলমান আগ্রাসনকে আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর ও দীর্ঘতম অপরাধযজ্ঞ’ বলে উল্লেখ করেন। গাজার নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরাইলি গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতার সমালোচনা করে হামদান বলেন, এই নীরবতা ইসরাইলকে আরো বেশি বেপরোয়া করে তুলেছে। #

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ