এপ্রিল ১১, ২০২৪ ১০:০৪ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়ার এই তিন ছেলেকে শহীদ করেছে ইসরাইল
    ইসমাইল হানিয়ার এই তিন ছেলেকে শহীদ করেছে ইসরাইল

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার তিন ছেলেকে বিমান হামলা চালিয়ে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা।

গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তর গাজার একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদীরা বিমান হামলা চালিয়ে হানিয়ার তিন ছেলে হাজেম, আমির এবং মোহাম্মদকে হত্যা করে। উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবির এলাকায় একটি গাড়িতে করে যাওয়ার সময় ইহুদিবাদী ইসরাইল ওই গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় এবং এতে হামাস নেতা হানিয়ার তিন ছেলের পাশাপাশি এক নাতিও শহীদ হন।

এই হত্যাকাণ্ডের পর ইসরাইলের বর্বর সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে হামাস নিয়ন্ত্রিত আল-আকসা টেলিভিশন চ্যানেল এবং ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যরা সামাজিক মাধ্যমে এই শাহাদাতের ঘটনা নিশ্চিত করেছেন।

ইসমাইল হানিয়া শাহাদাতের এই ঘটনায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন, তার তিন ছেলে এবং নাতিকে শাহাদাতের জন্য মহান আল্লাহ কবুল করেছেন। ইসমাইল হানিয়া আরো বলেছেন, “এই রক্ত এবং বেদনা থেকে আমরা ফিলিস্তিনি জাতির জন্য নতুন আশা ও নতুন ভবিষ্যৎ নির্মাণ করবো, আমরা আমাদের জাতির জন্য মুক্তি ছিনিয়ে আনবো। গাজার জনগণের এই দুঃসময় আমার ছেলেরা ফিলিস্তিনি জনগণের সাথে গাজা উপত্যকাতেই ছিল; তারা গাজা ছেড়ে চলে যায়নি।”

তিনি বলেন, চলমান যুদ্ধে গাজায় তার পরিবারকে চরম মূল্য দিতে হচ্ছে এবং গত কয় মাসে তার পরিবারের অন্তত ৬০ সদস্য শহীদ হয়েছেন।

ইসমাইল হানিয়া জোর দিয়ে বলেন, দখলদাররা মনে করেছে নেতার সন্তানদের হত্যা করে জনগণের মনোবল ভেঙে দেবে কিন্তু তাদের বোঝা উচিত এই শাহাদাতের ঘটনা ফিলিস্তিনি জনগণের মনোবলকে শুধুই বাড়াবে এবং তারা তাদের মাতৃভূমি মুক্ত করার ব্যাপারে আরো বেশি দৃঢ়প্রতিজ্ঞ হবে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ