এপ্রিল ১৬, ২০২৪ ১৪:৪৬ Asia/Dhaka
  • ইসরাইল-বিরোধী প্রতিশোধের পরিধি আরো বিস্তৃত হতে পারত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার পরিধি আরো অনেক বেশি বিস্তৃত হতে পারত। 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে গতকাল (সোমবার) এক টেলিফোন আলাপে একথা বলেন আমির আবদুল্লাহিয়ান।

তিনি বলেন, ইরান যদিও আরো বিস্তৃত পরিসরে ইসরাইলের ভেতরে হামলা চালাতে সক্ষম ছিল, তারপরেও শুধুমাত্র ইসরাইলের সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে যেগুলো সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলার সাথে জড়িত ছিল। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার যে বৈধ অধিকার রয়েছে তার আওতায় তেহরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কনসুলেটের ওপর ইসরাইলি হামলার বিরুদ্ধে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে তখন ইরানের সামনে ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো ছাড়া কোনো পথ ছিল না বলে মন্তব্য করেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের সাথে ফোনালাপের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকা এবং তার মিত্ররা গাজায় ইসরাইলের অপরাধযজ্ঞ থামাতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া, এই গণহত্যা থামানোর ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মারাত্মক ব্যর্থতা রয়েছে, যা নিন্দনীয়।

ফোনালাপে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার কথা উল্লেখ করে দুই পক্ষকেই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সংযত হওয়ার আহ্বান জানান। এছাড়া, দখলদার ইসরাইলের বিরুদ্ধে আরো ব্যবস্থা না নেয়ার জন্য ইরানের ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। একইসাথে গুতেরেস ইসরাইলকে ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন থেকে বিরত থাকার পরামর্শ দেন।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ